প্রতীকী ছবি
সারাদেশ

ভালোবেসে বিয়ে করে স্ত্রীকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে যৌতুকের দাবি মেটাতে না পারায় ভালোবেসে বিয়ে করা স্ত্রীকে বিষপানে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে। এ অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুনামগঞ্জ আদালতে একটি মামলা করেন ভুক্তভোগী।

মামলার বাদী বলেন, ভালোবেসে খুব স্বপ্ন নিয়ে মনের মানুষকে বিয়ে করেছিলাম। কিন্তু বিনিময়ে সে যৌতুকের জন্য আমার ওপর নির্যাতন করেছে এবং আমাকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছে। আমি এর বিচার চাই।

মামলা সূত্রে জানা যায়, দুই বছর আগে সুনামগঞ্জের দোয়ারাবাজারের কলাউড়া গ্রামের নূর মোহাম্মদের (২৬) সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের কিছুদিন না যেতেই যৌতুকের জন্য তাদের সংসারে শুরু হয় টানাপোড়ন। স্ত্রীর ওপর চলে স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতন।

এরই ধারাবাহিকতায় কিছুদিন আগে ফার্নিচার দিতে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেন স্বামী নূর মোহাম্মদ ও তার মা হালিমা আক্তার। এদিকে মেয়ের বাবা নির্যাতনের চাপ কমাতে বসতভিটার কিছু অংশ বিক্রি করে জামাতাকে ফার্নিচার কিনে দেন। কিন্তু তাতেও নির্যাতন কমেনি।

মামলা সূত্রে আরও জানা যায়, ১৫ আগস্ট নুর মোহাম্মদ সৌদি আরব যাবেন বলে নগদ দুই লাখ টাকা নিয়ে আসতে স্ত্রীকে তার বাবার বাড়ি পাঠান। কিন্তু আর্থিক সমস্যার কারণে টাকার দিতে পারেননি তার বাবা। ফলে স্ত্রী টাকা না নিয়ে স্বামীর বাড়িতে আসলে তাকে একটি ঘরে বন্দি করে দুদিন অনাহারে রেখে নির্যাতন চালানো হয়। এতে অজ্ঞান হয়ে যান তিনি। জ্ঞান ফিরে পানি চাইলে তার স্বামী এবং স্বজনরা পানির সঙ্গে বিষ মিশিয়ে তাকে পান করান। এসময় প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

সবশেষ ২১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন সুনামগঞ্জ আদালতে একটি মামলা করা হয়। আদালত মামলাটি দোয়ারাবাজার থানায় তদন্তের জন্য পাঠান।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নুর মোহাম্মদের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সুপ্রাংশু দে দিলু বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাবে না।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র-বিস্ফোরক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরি সরঞ্জাম...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

টাইব্রেকারে সুপার কাপ জয় পিএসজির

৮৪ মিনিট পর্যন্তও ২-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। টটেনহাম বোধ হয় শিরোপায় এক হাত দ...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা