সারাদেশ

নির্মাণ শেষের আগেই ধস

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে রেলওয়ের বড় স্টেশন নবনির্মিত প্লাটফর্মের নির্মাণ কাজ সম্পন্নের আগেই প্রায় ১০০ ফুট দেয়াল পর্যায়ক্রমে ভেঙে গেছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড় স্টেশন রেলওয়ে রেস্ট হাউসের সামনে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ কাজটি করছে।

চাঁদপুরে কর্মরত রেলওয়ে কর্মকর্তা মো. আব্দুর নূর জানান, বড় স্টেশন এলাকার প্লাটফর্ম বর্ধিত করার কাজ চলছে। এ কাজ বিগত ৬-৭ মাস যাবত চলছে। বর্তমানে যে স্থানে দেয়াল ভেঙে গেছে তার কাজ গত প্রায় ১৫ দিন পূর্বে করা হয়েছে। বর্তমানে প্লাটফর্মে কাজ চলমান রয়েছে।

শনিবার দিনে ও রাতে ব্যাপক বৃষ্টির কারণে নির্মাণাধীন প্লাটফর্মে যে বালি ফেলা হয়েছে, সেখানে পানি জমে ও ঠিকাদারের লোকেরা শ্যালোমেশিন দিয়ে পানি দেওয়ায় রেললাইনের দিকে ১৫ ইঞ্চি, অপরদিকে ১০ ইঞ্চি ও ৫ ফুট ১ ইঞ্চি উচ্চতার দেয়ালটি ওভার লোডের কারণে ভেঙে গেছে বলে স্থানীয়রা দাবি করেন। এ দেয়ালটি শুধুমাত্র ব্রিকসের উপর করা হয়। এখানে ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করায় পাকা দেয়াল সামান্য বৃষ্টির পানির চাপে ভেঙে গেছে।।

এ বিষয়ে চাঁদপুর-লাকসামের দায়িত্বরত কর্মকর্তা এসএসএ/ই ওয়াকর্স মো. আতিকুর রহমান বলেন, চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ রেললাইনের পাশে সম্প্রসারণ ও প্লাটফর্ম নির্মাণে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে এ কাজটি করছে। রেলওয়ের নিজস্ব তহবিল থেকে এ কাজটি করা হচ্ছে বলে তিনি জানান। যে কাজ হচ্ছে, তা নকশা অনুযায়ী হচ্ছে বলে তিনি দাবি করেন।

অতিবৃষ্টির কারণে পানি জমে এমনটি হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান ভেঙে যাওয়া স্থানের কাজটি করে দেবে বলে তিনি জানান।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনছে সরকার

জবাবদিহির আওতায় আনা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের, এ কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্...

বোয়ালমারীতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কোটি টাকার মালামাল লুট

ফরিদপুরের বোয়ালমারীতে নারায়ণ চন্দ্র নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির...

জনগণের সিদ্ধান্ত নাকি রাজনীতির সাজানো সম্মতি?

গণভোট হলো জনগণের সরাসরি অংশগ্রহণের একটি পদ্ধতি, যে...

এবার ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ 

নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে সংরক্ষিত প্রতীকের তালিকায় নির্বাচন কমিশন যু...

সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে বনদস্যু, তিন শতাধিক জেলে অপহরণ

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা