সারাদেশ

নির্মাণ শেষের আগেই ধস

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে রেলওয়ের বড় স্টেশন নবনির্মিত প্লাটফর্মের নির্মাণ কাজ সম্পন্নের আগেই প্রায় ১০০ ফুট দেয়াল পর্যায়ক্রমে ভেঙে গেছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড় স্টেশন রেলওয়ে রেস্ট হাউসের সামনে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ কাজটি করছে।

চাঁদপুরে কর্মরত রেলওয়ে কর্মকর্তা মো. আব্দুর নূর জানান, বড় স্টেশন এলাকার প্লাটফর্ম বর্ধিত করার কাজ চলছে। এ কাজ বিগত ৬-৭ মাস যাবত চলছে। বর্তমানে যে স্থানে দেয়াল ভেঙে গেছে তার কাজ গত প্রায় ১৫ দিন পূর্বে করা হয়েছে। বর্তমানে প্লাটফর্মে কাজ চলমান রয়েছে।

শনিবার দিনে ও রাতে ব্যাপক বৃষ্টির কারণে নির্মাণাধীন প্লাটফর্মে যে বালি ফেলা হয়েছে, সেখানে পানি জমে ও ঠিকাদারের লোকেরা শ্যালোমেশিন দিয়ে পানি দেওয়ায় রেললাইনের দিকে ১৫ ইঞ্চি, অপরদিকে ১০ ইঞ্চি ও ৫ ফুট ১ ইঞ্চি উচ্চতার দেয়ালটি ওভার লোডের কারণে ভেঙে গেছে বলে স্থানীয়রা দাবি করেন। এ দেয়ালটি শুধুমাত্র ব্রিকসের উপর করা হয়। এখানে ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের কাজ করায় পাকা দেয়াল সামান্য বৃষ্টির পানির চাপে ভেঙে গেছে।।

এ বিষয়ে চাঁদপুর-লাকসামের দায়িত্বরত কর্মকর্তা এসএসএ/ই ওয়াকর্স মো. আতিকুর রহমান বলেন, চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ রেললাইনের পাশে সম্প্রসারণ ও প্লাটফর্ম নির্মাণে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে এ কাজটি করছে। রেলওয়ের নিজস্ব তহবিল থেকে এ কাজটি করা হচ্ছে বলে তিনি জানান। যে কাজ হচ্ছে, তা নকশা অনুযায়ী হচ্ছে বলে তিনি দাবি করেন।

অতিবৃষ্টির কারণে পানি জমে এমনটি হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান ভেঙে যাওয়া স্থানের কাজটি করে দেবে বলে তিনি জানান।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা