সারাদেশ

সিনহা হত্যা, দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আগামী বুধবার পর্যন্ত টানা চার দিন সাক্ষ্যগ্রহণ চলবে বলে আদালত সূত্র জানায়। সকাল পৌনে ১০টায় কড়া পাহারায় জেলা কারাগার থেকে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।

গত ২৩ আগস্ট সাক্ষ্যগ্রহণের সময় আদালতের কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলে ওসি প্রদীপ আলোচনার জন্ম দেন। এ ঘটনায় তিন পুলিশকে প্রত্যাহার করা হয়। ফলে গতবারের চেয়ে এবার আদালতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম আজকের পত্রিকাকে জানান, আজ এ মামলায় ৪ থেকে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে। আগামী বুধবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলবে।

এর আগে গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট টানা তিন দিনে দুজনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়েছিল। প্রথম দফায় মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস ও একমাত্র প্রত্যক্ষদর্শী মেজর সিনহার সঙ্গী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ করা হয়। আদালত প্রথম দফায় সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ জনকে সমন জারি করেছিলেন।

মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও কনস্টেবল রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা