সারাদেশ

আশ্রয়ণ প্রকল্পে গৃহহীনদের স্বপ্ন পূরণ করেছে সরকার

নিজস্ব প্রতিনিধি,বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, দশবছর আগেও কখনো ভেবেছেন যে আপনাদের দুই শতাংশ জমি হবে,বাড়ি হবে। আমরাও কিন্তু ভাবিনি, অথচ বাস্তবে আমরা এখন চোখের সামনে দেখতে পাচ্ছি। অবৈধভাবে দখল করা খাস জমি উদ্ধার করে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করছেন। এই প্রকল্পে গৃহহীন জনগণের স্বপ্ন পূরণ করছেন সরকার।

রোববার (২৯ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল সদরের গিলাতলী আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে মুজিববর্ষ উপলক্ষে প্রতিমন্ত্রী ব্যক্তিগত তহবিলে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সবাইকে স্বাবলম্বী হবার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাথা গোঁজার ঠাঁইয়ের পর এখন স্বাবলম্বী হতে হবে, আপনাদের নিজেদের চেষ্টা করতে হবে। আপনারা প্রচেষ্টা না করলে সরকারের পক্ষে এতো লোককে কাজ বা চাকুরি দেয়া সম্ভব না। নিজেরা পরিশ্রম করে নিজেদের পায়ে দাড়ানোর চেষ্টা করুন।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরও বলেন, সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে পৌঁছাতে সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা যার যার অবস্থানে থেকে যদি অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করেন, কাজ করেন তাহলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ১০ বছরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আজকে গ্রামের পথে হেটে গেলে কাউকে ছেড়া লুঙ্গি বা শাড়ি পড়ে চলতে দেখা যায়না। এমনকি কোন বাড়ির আঙ্গিনাতেও পুরানো রং ওঠা, ছেড়া লুঙ্গি, শাড়ি শুকাতেও দেখা যায়না, কিন্তু দশ বছর আগেও তা দেখা গেছে। এটা সম্ভব হয়েছে কারন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে এসেছে।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আনিসুল রহমান, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মো.মুনিবুর রহমান,বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন,মহানগর আ'লীগের সাবেক সহ-সভাপতি মীর আমির উদ্দিন মোহন, ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, কাউন্সিলর আমীর বিশ্বাস, কাউন্সিলর আনিস শরীফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.মাহবুবুর রহমান মধু,মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।

উল্লেখ্য, এরআগে মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার হিসেবে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শন করেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা