সারাদেশ

ঘর পাচ্ছেন টয়লেটে বসবাস করা শংকরী

নিজস্ব প্রতিবেদক: নতুন ঘর পাচ্ছে দীর্ঘ প্রায় ২০ বছর শিকলবন্দী শংকরী গুহ। নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির পাশে পুরনো একটি পরিত্যক্ত টয়লেটেই ছিলো বসবাস। পায়ে বাঁধা শিকল নিয়ে সেই কুঠুরিতেই কাটিয়েছেন দীর্ঘ সময়। বর্তমানে শংকরীর বয়স ৪৫ বছর।

স্থানীয়রা জানান, উপজেলার পৌর শহরের আমলাপাড়া স্বর্গীয় শম্ভুলাল গুহের তৃতীয় সন্তান তিনি। তার বড় দুই বোন এবং ছোট একটি ভাই রয়েছে। ভাইয়ের অল্প রোজগারে কোনোরকম সংসার চলে। তারা নিজেরা যা খাচ্ছেন বোনকেও তাই খাওয়াচ্ছেন তারা। দীর্ঘদিন ধরে শংকরীকে এভাবেই এক ঘরের ভেতরেই দেখে আসছেন।

কেউ তাকে কখনই বাহিরে আসতে দেখেননি। খাওয়া-দাওয়া গোসল সবই ওই কুঠুরিতেই করেন তিনি। তার ভাইও অনেক অসচ্ছল। আর্থিক সংকটের কারণে তাই বোনটিরও চিকিৎসা করাতে পারছেন না।

অবশেষে স্থানীয় প্রশাসনের নজরে আসলে তারা প্রাথমিকভাবে টিন, ঘরের জন্য ৬ হাজার ও চিকিৎসা বাবদ নগদ ৫ হাজার টাকা এবং দুই বস্তা চাল দিয়ে আসেন।

রোববার (২২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান নিজে গিয়ে পরিদর্শন করে এসব দিয়ে আসেন।

এসময় প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তানজিরুল ইসলাম রায়হান চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেয়ার আশ্বাস প্রদান করেন।

জানা যায়, শংকরী দীর্ঘদিন শহরের বিরিশিরি মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করেছেন। পড়াশোনাকালীন তার বাবার মৃত্যু হয়। ২০০১ সালে হঠাৎ করে একদিন নাকের সমস্যা দেখা দিলে কয়েক দিনের ব্যবধানে তা রূপ নেয় টিউমারে। চিকিৎসার পর হঠাৎ করে অস্বাভাবিকভাবে আচরণ পরিবর্তন হতে শুরু করে।

একপর্যায়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকেই শুরু হয় তার বন্দিজীবন। পায়ে কখনও মোটা রশি কিংবা শিকল দিয়ে বেঁধে আটকে রাখার চেষ্টা করেন স্বজনরা। কোনো রকম শান্ত রেখে এমনই এক ভারসাম্যহীন মেয়েকে দেখাশোনা করতেন তার মা।

তবে ২০১৩ সালের শেষের দিকে তার মায়েরও মৃত্যু হলে সংসারের পুরো বোঝা কাঁধে পড়ে ছোট ভাই জীবন লাল গুহের ওপর। স্থানীয় একটি প্যাথলজিতে সামান্য পিয়নের চাকরি করে কোনো রকম সংসার চালান তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা