নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানাধীন গোজা ব্রিজ এলাকায় ট্রাকচাপায় দিপঙ্কর দ্বীপ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দ্বীপ জেলার সলঙ্গা থানার মধ্য ভরমোহনি গ্রামের শ্রী কেষ্টর ছেলে এবং সলঙ্গা ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালের দিকে ওই এলাকায় দ্রুতগামী একটি ট্রাক কলেজছাত্র দ্বীপকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় বলেও জানান তিনি।
সান নিউজ/ এমবি
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            