সারাদেশ

অক্সিজেন সঙ্কটে করোনা ইউনিট

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে জেলার একমাত্র করোনা আইসোলেশন সেন্টারে সময় মতো অক্সিজেন সরবরাহ না পেয়ে রোগীরা আতঙ্কে থাকেন।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এই ঘটনা ঘটে।

এই হাসপাতালের নিচতলায় আইসোলেশনে থাকা সাইমা খন্দকার নামে এক রোগী অভিযোগ করে বলেন,চলতি মাসের ১ তারিখ থেকে আমি এই হাসপাতালের আইসোলেশনে আছি। আজ বিকেলে আমার অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে ৮৬ হয়ে যায়। এরপরও স্যাচুরেশন কমতে থাকে। এই অবস্থায় আইসোলেশনে দায়িত্বপ্রাপ্ত নার্সকে অক্সিজেন দিতে বললে তিনি বলেন, “আমি কী করতে পারি, অক্সিজেন সিলিন্ডার নাই। তখন আমি বলেছি, তাহলে সেন্ট্রাল অক্সিজেন ইউনিট অন করেন। কিন্তু আমার কথার উত্তর না দিয়ে তিনি চলে গেলেন। তিনি কিছুই করলেন না।

সেখানে ভর্তি জাকিয়া ইসলাম আরেফিন নামে আরেক রোগী বলেন, গতকাল (বৃহস্পতিবার) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ভর্তি হয়েছি। আজ বিকেলে আইসোলেশনে অক্সিজেন ছিল না। আমরা নার্সকে বলার পরও অক্সিজেনের ব্যবস্থা করেননি। এর আধা ঘণ্টা পর অক্সিজেন সিলিন্ডার দেয়।

জানা গেছে, ঘটনার সময় প্রায় ৩০ মিনিট অক্সিজেন না থাকায় হাসপাতালের নিচতলায় আইসোলেশনে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। উত্তেজিত হয়ে হৈচৈ শুরু করেন তারা। সন্ধ্যা প্রায় ৬টার দিকে আইসোলেশনের নিচতলার ইউনিটে অক্সিজেনের সিলিন্ডার সরবরাহ করা হয়।

এ সময় হাসপাতালের নিচতলায় আইসোলেশনের দায়িত্বে থাকা সিনিয়র স্টাফ নার্স নাজমীন বলেন, আইসোলেশনে যে অক্সিজেন সিলিন্ডার ছিল তা অন্যান্য রোগীরা ব্যবহার করছিলেন। পাশাপাশি সেন্ট্রাল অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় সিলিন্ডার বদল করা হচ্ছিল। দুইজন রোগী অক্সিজেন চাওয়ায় তাদের তখন দেয়া যাচ্ছিল না। সেন্ট্রাল অক্সিজেন লাগাতে যতটুকু সময় লেগেছিল, শুধু সেই সময় অক্সিজেন দেয়া যাচ্ছিল না। এ নিয়ে তারা হৈচৈ করেছিল।

এই বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান বলেন, ‘বিকেলে আইসোলেশন ওয়ার্ডে অক্সিজেনের সঙ্কটের বিষয়টি আমি অবগত নই। প্রায় প্রতিদিনই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার হাসপাতালে আনা হচ্ছে। প্রয়োজনে আরও অক্সিজেন আনা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বছর করোনা সংক্রমণের শুরুতে জেলা শহরের মেড্ডা বক্ষব্যাধী ক্লিনিক ও ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডকে করোনা আইসোলেশন ইউনিট হিসেবে রূপান্তর করা হয়। মাঝে করোনার প্রকোপ কমে যাওয়ায় বক্ষব্যাধি ক্লিনিকের ইউনিটটি সাময়িক বন্ধ করে দেয়া হয়। গত জুন মাসে হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক যোগদান করার পর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নিচতলায় পেয়িং বেডকে আইসোলেশনে যুক্ত করেন। এখন আইসোলেশনের শয্যা সংখ্যা বাড়িয়ে ৭৫টি করা হয়েছে। শুক্রবার বিকেল পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৫১ জন করোনা রোগী আইসোলেশনে ভর্তি রয়েছেন।

এদিকে শুক্রবার সন্ধ্যার আসা ফলাফলে জানা যায়, জেলায় নতুন আরও ৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৭৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৮৬ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ৭৬ জন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ তিনজন আটক

খাগড়াছড়ির রামগড়ে খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষ থেকে অবৈধ ইন্টারনেট...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সো...

প্রাকৃতিকভাবে জন্মানো উদ্ভিদগুলোর মাধ্যমেই নিরাপদ খাদ্য নিশ্চিত হতে পারে

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

লকডাউন সফল করতে ট্রাকে আগুন দেওয়া আজাহার—দিনে বিএনপি, রাতে আওয়ামী লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কানকাটা কাদিরা খুন, প্রবাসীসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল কাদের জিলানী ওরফে কানকাটা কাদিরা (৩৫)কে পিটিয়ে ও ক...

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুড়ি ফেলে ‘শাটডাউন’ পালন

ডাসার উপজেলার গোপালপুর থেকে মেলকাই পর্যন্ত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা