নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতে উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র এই স্লোগানে ৬ জুন হতে ১০ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ-২০২১ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাঘাইছড়ি ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২১ সেমিনার অনুষ্ঠিত হয়েছে, সেমিনার শেষে একটি র্যালী বের হয়ে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান, বিশেষ অতিথি বাঘাইছড়ি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলী হোসেন, রুপকারী ইউনিয়ন হেডম্যান বিশ্বজিৎ চাকমা, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই আবুল কাইয়ুম এবং বিভিন্ন মৌজার হেডম্যান কারবারিসহ অফিসের কর্মকর্তাগণ।
সান নিউজ/ আরএস