সারাদেশ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি, বাঘের নাম ‘গাজা’

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানায় কয়েকদিন আগে বাঘিনী পরী তিনটি শাবকের জন্ম দিয়েছে। এর মধ্যে একটি বাঘের নাম ‌‘গাজা’ রাখা হচ্ছে। মূলত ফিলিস্তিনের গাজার সঙ্গে মিলিয়ে এই নাম রাখা হচ্ছে । সম্প্রতি ইসরায়েলের হামলায় গাজায় অনেক মানুষ উদ্বাস্তু হয়েছেন। তাদের প্রতি সংহতি জানিয়ে বাঘের নাম ‘গাজা’ রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ বলেন, গত ৬ মে চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘিনী পরী তিনটি বাচ্চার জন্ম দেয়। এর মধ্যে গাজা নাম অনুযায়ী একটি শাবকের নাম ‘গাজা’ রাখা হচ্ছে। বাকি দুটির নাম এখনো ঠিক হয়নি।

তিনি বলেন, বাঘেরা বন থেকে উচ্ছেদ হচ্ছে, বনে তাদের জায়গা কমে আসছে, মানুষের হাতে মারা পড়ছে। বাঘ কিছুই করেনি কিন্তু তার নিজের জায়গায় মানুষ প্রবেশ করছে। নিজের জায়গায় সে থাকতে পারছে না।

মানুষের হাতে মারা পড়ছে। একইভাবে গাজাবাসী ও ফিলিস্তিনি জনগণ নিজের জায়গায় উদ্বাস্তু। তাদের পূর্বপুরুষের জায়গায় তারা থাকতে পারছেন না। তাদের ওপর আক্রমণ চালিয়ে হত্যা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুটি ঘটনায় অনেক মিল রয়েছে। তারপর গাজাবাসীর ওপর সম্প্রতি ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় বাঘ ও ফিলিস্তিন জনগণ একই অবস্থায় আছেন, বিলুপ্তির পথে। এ কারণে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাঘের নাম 'গাজা' রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, গাজা নামটি এখনো প্রস্তাবিত। এখনও কনফার্ম হয়নি। তিন বাঘের মধ্যে যেটি ছেলে হবে তার নাম রাখা হবে গাজা।

চট্টগ্রাম চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, এর আগেও চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া একটি বাঘের নাম রাখা হয়ে ‘জো বাইডেন’। বাঘ শাবকটির নাম ‘জো বাইডেন’ কীভাবে হলো জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর শুভ সেই সময় বলেছিলেন, সাধারণত চিড়িয়াখানায় জন্ম নেওয়ার এক মাস পর প্রাণীদের নাম দিয়ে থাকি।

বাঘ শাবকটির জন্ম হয় নভেম্বরের মাঝামাঝি। আর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইেডন জয় লাভ করেন। তার নির্বাচনে একটি ওয়াদা ছিল জয়লাভ করতে পারলে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসবেন। তাই বাঘটির নাম ‘জো বাইেডন’ রাখা হয়েছে। এছাড়া ২০১৯ সালে পরী একটি শাবকের জন্ম দিয়েছিল। যার নাম রাখা হয়েছিল করোনা।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ’ ও ‘পরী’কে আনা হয়েছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মরহুমা কারও থেকে ঋণ নিয়ে থাকেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন: তারেক রহমান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

স্মরণকালের রেকর্ডসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈছাআ'র

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র...

মুন্সীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেলসহ ৩ জন আটক

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে সহিংসতা ও...

গজারিয়াতে কোস্ট গার্ডের অভিযানে ৪৩ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪৩ লাখ টাকার জ...

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

মাদারীপুরে নসিমনের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।...

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

নোয়াখালীর বেগমগঞ্জে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয...

চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া, দেশজুড়ে শোকের ছায়া

চিরনিদ্রায় শায়িত হলেন বেগম খালেদা জিয়া। তাঁর এ মৃত্যুতে দেশজুড়ে বইছে শোকের ছা...

মানসম্মত শিক্ষা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে যাত্রা শুরু হলো ইনোভেশন মডেল স্কুলের

কুষ্টিয়ার মিরপুরে ‘প্রাইভেট ও কোচিংমুক্ত’ শিক্ষা এবং আধুনিক প্রযু...

ঝালকাঠিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ঝালকাঠির জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা