সারাদেশ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি, বাঘের নাম ‘গাজা’

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানায় কয়েকদিন আগে বাঘিনী পরী তিনটি শাবকের জন্ম দিয়েছে। এর মধ্যে একটি বাঘের নাম ‌‘গাজা’ রাখা হচ্ছে। মূলত ফিলিস্তিনের গাজার সঙ্গে মিলিয়ে এই নাম রাখা হচ্ছে । সম্প্রতি ইসরায়েলের হামলায় গাজায় অনেক মানুষ উদ্বাস্তু হয়েছেন। তাদের প্রতি সংহতি জানিয়ে বাঘের নাম ‘গাজা’ রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ বলেন, গত ৬ মে চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘিনী পরী তিনটি বাচ্চার জন্ম দেয়। এর মধ্যে গাজা নাম অনুযায়ী একটি শাবকের নাম ‘গাজা’ রাখা হচ্ছে। বাকি দুটির নাম এখনো ঠিক হয়নি।

তিনি বলেন, বাঘেরা বন থেকে উচ্ছেদ হচ্ছে, বনে তাদের জায়গা কমে আসছে, মানুষের হাতে মারা পড়ছে। বাঘ কিছুই করেনি কিন্তু তার নিজের জায়গায় মানুষ প্রবেশ করছে। নিজের জায়গায় সে থাকতে পারছে না।

মানুষের হাতে মারা পড়ছে। একইভাবে গাজাবাসী ও ফিলিস্তিনি জনগণ নিজের জায়গায় উদ্বাস্তু। তাদের পূর্বপুরুষের জায়গায় তারা থাকতে পারছেন না। তাদের ওপর আক্রমণ চালিয়ে হত্যা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুটি ঘটনায় অনেক মিল রয়েছে। তারপর গাজাবাসীর ওপর সম্প্রতি ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় বাঘ ও ফিলিস্তিন জনগণ একই অবস্থায় আছেন, বিলুপ্তির পথে। এ কারণে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাঘের নাম 'গাজা' রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, গাজা নামটি এখনো প্রস্তাবিত। এখনও কনফার্ম হয়নি। তিন বাঘের মধ্যে যেটি ছেলে হবে তার নাম রাখা হবে গাজা।

চট্টগ্রাম চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, এর আগেও চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া একটি বাঘের নাম রাখা হয়ে ‘জো বাইডেন’। বাঘ শাবকটির নাম ‘জো বাইডেন’ কীভাবে হলো জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর শুভ সেই সময় বলেছিলেন, সাধারণত চিড়িয়াখানায় জন্ম নেওয়ার এক মাস পর প্রাণীদের নাম দিয়ে থাকি।

বাঘ শাবকটির জন্ম হয় নভেম্বরের মাঝামাঝি। আর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইেডন জয় লাভ করেন। তার নির্বাচনে একটি ওয়াদা ছিল জয়লাভ করতে পারলে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসবেন। তাই বাঘটির নাম ‘জো বাইেডন’ রাখা হয়েছে। এছাড়া ২০১৯ সালে পরী একটি শাবকের জন্ম দিয়েছিল। যার নাম রাখা হয়েছিল করোনা।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ’ ও ‘পরী’কে আনা হয়েছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা