কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত তিমি
সারাদেশ

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত তিমি

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের দরিয়ানগরের সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি।

শনিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে মাছ ধরতে নেমে তিমিটিকে সমুদ্র থেকে ভেসে আসতে দেখেন স্থানীয় এক জেলে।

এর আগে শুক্রবার (০৯ এপ্রিল) কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে আসে একটি মৃত বিরল প্রজাতির তিমি। সে ঘটনার রেস না কাটতেই আজ শনিবার (১০ এপ্রিল) ভোরে সমুদ্র থেকে ভেসে আসে একই প্রজাতির আরেকটি মৃত তিমি। তিমিটি দরিয়ানগর সৈকতে ভিড়েছে। আগেরটি ভিড়েছে উত্তর দিকে প্রায় দুই কিলোমিটার দূরে হিমছড়ি ও দরিয়াণগর সৈকতের মাঝামাঝি।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মাঝ সমুদ্রে ফিশিং ট্রলারের ধাক্কায় তিমিটির মৃত্যু হতে পারে। অথবা বিষাক্ত বর্জ্য খেয়ে ফেলার কারণে মৃত্যু হয়েছে।

আগের তিমিটির শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন থাকলেওে এই তিমিটির দেহে আঘাতের তেমন কোন চিহ্ন নেই। তবে তিমিটির দেহ থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছে।

পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, বড় বড় মৃত তিমি ভেসে আসার খবরে উদ্বিগ্ন এলাকার মানুষ। ১৯৯৬ ও ২০০৬ সালেও এই রকম দুটি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিল। কিন্তু কোনোটির তদন্ত হয়নি। এবার তিমির মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্ত হওয়া প্রয়োজন। এগুলোর মৃত্যু বঙ্গোপসাগরের জলসীমানায়, নাকি অন্য কোনো জায়গায়; তা চিহ্নিত হওয়া দরকার।

স্থানীয় জেলে ও বাসিন্দারা ধারণা করছেন, আগের তিমিটির মত এটির ওজন ও দুই থেকে আড়াই টন হতে পারে ।

তবে, তিমিগুলোর মৃত্যু কি কারণে হচ্ছে সে বিষয়ে এখনো কেউ সঠিক তথ্য দিতে পারছে না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা