সারাদেশ

সিলেটে ‘মুজিববর্ষের উপহার পারিবারিক পুষ্টি বাগান’

এনামুল কবীর, সিলেট : নগদ টাকার সাথে প্রায় ১০/১২ জাতের সবজির বীজ। সঙ্গে সার ও কীটনাশক। মুজিববর্ষ উপলক্ষ্যে সিলেটের ৩ হাজার ২শ’ প্রান্তিক চাষিকে দেয়া হয়েছে নগদ প্রায় ৬২ লাখ টাকা। পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতেই সরকারের এ উদ্যোগ বাস্তবায়ন করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

সম্প্রতি অধিদফতরের সিলেট অফিসের প্রশিক্ষণ ও তথ্য অফিসার বিমল চন্দ্র সোম জানিয়েছেন এ তথ্য।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী সরকার মুজিববর্ষ পালন করেছে। বিষয়টিকে সামনে রেখে নানাখাতে কোটি কোটি টাকা বাজেটে বিভিন্ন ধরণের কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। তবে এখনো বাংলাদেশের প্রাণ হিসাবে খ্যাত কৃষিখাত এক্ষেত্রে যথারীতি অবহেলিতই থেকে গেছে। সিলেট বিভাগের চিত্রটাই সারাদেশের জন্য একটা প্রতিকী চিত্র হিসাবেই ধরা যেতে পারে। মুজিববর্ষ উপলক্ষ্যে পারিবারিক পুষ্টি বাগান ছাড়া এখাতে আর কোন বরাদ্দ নেই। অথচ আরও নানান গৌণখাতে বরাদ্দ হয়েছে কোটি কোটি টাকা। এনিয়ে তীব্র অসন্তোষও আছে কৃষকদের মধ্যে।

পারিবারিক পুষ্টি বাগান বাবদ দেশের প্রতিটি ইউনিয়নের ৩২টি পরিবারকে ১ হাজার ৯শ’ ৩৫ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। যেসব কৃষকের বাড়িতে কমপক্ষে ১ শতক পতিত জমি আছে, এক্ষেত্রে তারা অগ্রাধিকার পেয়েছেন। উপজেলা কৃষিকর্মকর্তারা তৃণমূল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সুপারিশে এসব কৃষক নির্বাচন করে তালিকা পাঠিয়েছেন। সে অনুযায়ী অর্থসহায়তা দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে সরকারের শর্ত ছিল, যাদের বাড়িতে কমপক্ষে ১শতক পতিত জমি রয়েছে এবং সেই জমিতে কমপক্ষে সবজি চাষের জন্য ৫টি পৃথক শেড রয়েছে বা তৈরি করতে পেরেছেন, এ সহায়তার জন্য কেবল তাদেরকেই নির্বাচন করা হয়েছে।

সিলেট জেলার ১০০টি ইউনিয়নের প্রতিটিতে ৩২ জন করে মোট ৩ হাজার ২শ’ প্রান্তিক কৃষককে পুষ্টি বাগানের জন্য অর্থবরাদ্দ দেয়া হয়। এ হিসাবে সিলেট জেলায় এখাতে মোট বরাদ্দ দেয়া হয়েছে ৬১ লাখ ৯২ হাজার টাকা। সঙ্গে সরকারি উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে ৫ থেকে ৬শ’ টাকা ব্যয়ে এ সংক্রান্ত সাইনবোর্ডও টানানো হয়েছে বিভিন্ন পুষ্টি বাগানে। তাছাড়া এর বাইরে আরও কিছু বরাদ্দ হয়েছে। যেমন উন্নতজাতের লালশাক, পুঁইশাক, ডাঁটা, ঢেড়শ, লাউ সিমসহ অন্তত ১০/১২ জাতের সবজির বীজও দেয়া হয়েছে। সার এবং কীটনাশকও পেয়েছেন প্রান্তিক সবজি চাষীরা। এর সাফল্য সম্পর্কে বর্ণনা করে কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেটের প্রশিক্ষণ কর্মকর্তা বিমল চন্দ্র সোম বলেন, কৃষকরা সাইনবোর্ড লাগাতে আগ্রহী নয়। পারিবারিক পুষ্টি বাগানটা হয়েছে মূলতঃ কৃষকদের বাড়িতে। তাই সরকারের এ উদ্যোগটি অতবেশি প্রচার পায়নি। তবে তৃণমূল পর্যায়ের চাষিরা এ বাগান বাবদ সরকারের কাছ থেকে প্রত্যেকে ১ হাজার ৯শ’ ৩৫ টাকা করে পেয়েছেন। এতে তাদের পুষ্টি চাহিদা পুরণের পাশাপাশি সিলেট জেলার ৩ হাজার ২শ’টি পরিবারের সদস্য অল্প হলেও আর্থিক সুবিধা পেয়েছেন।

বিমল সোম আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা ছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তারা এ ব্যাপারে কৃষকদের উদ্বুদ্ধ করেছেন। তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে। আর তাই মুজিববর্ষে সরকারের এ উপহার সিলেটের সবজিচাষিদের জন্য বিশেষ সুফল বয়ে এনেছে বলেও মন্তব করেছেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে এই কৃষি কর্মকর্তা জানান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তাদের প্রচেষ্টায় কৃষকদের উদ্বুদ্ধ করার কারণে সিলেটে দিনে দিনে সবজি চাষের আওতা বাড়ছে। তিনি বলেন, সিলেটে ২০১৯-২০ অর্থবছরে ২৯ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছিল। আর ২০২০- ২১ অর্থবছরে সাড়ে ৩ হাজার হেক্টর বেড়ে চাষ হয়েছে প্রায় ৩২ হাজার ৫শ’ হেক্টর জমিতে। আগামীতে তা আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত, এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা

বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার...

পাথর তোলায় রাজনৈতিক দলের ‘ঐকমত্য’, পরে লুট

বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ থাকলেও পাথর উত্তোলনে রাজনৈতিক দলগুলোর স্থান...

যমুনা সেতুর পশ্চিমে মহাসড়ক অবরোধ, বিচ্ছিন্ন ঢাকা-উত্তরবঙ্গ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রক...

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে মাইনাস হবে: সালাহউদ্দিন

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়

দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর &lsq...

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে, আশা ইসির

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) ঘোষণা করতে পারব...

ট্রাম্প-পুতিন বৈঠক কাল

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে ব...

দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী

মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী। পাকিস্তানের বাণ...

তিস্তার পানি বিপৎসীমার উপরে, ৫ উপজেলার বহু মানুষ পানিবন্দি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার উপর দিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা