সারাদেশ
করোনা টিকা

বেলকুচিতে নেই জনপ্রতিনিধিরা, জনমনে প্রশ্ন! 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সারাদেশের মত ৭ জানুয়ারি থেকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে এই উপজেলার জন্য জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে ১০ হাজার ৯ শ ৪০ জনের টিকা বরাদ্দ পেলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে সংবাদটি লেখা পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সম্মুখ সারিতে যারা করোনা মোকাবেলা করেছেন ও যাদের বয়স ৪০ বছর বা তার উর্ধে তাদের মধ্য প্রতিদিন গড়ে ১০০-১৫০ জন নারী-পুরুষ টিকা গ্রহণ করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখ সাড়িতে যারা করোনা মোকাবেলায় ভূমিকা রেখেছেন তাদের মধ্যে তেমন এই টিকা গ্রহণ করার আগ্রহ দেখা যাচ্ছে না । বিশেষ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়র ও একজন ইউপি চেয়ারম্যান ব্যতীত কেউ করোনা টিকা গ্রহণ করেনি বলে জানা যায়। এবিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের বেশ ভাবিয়ে তুলেছে।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম মোফাখখারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, সম্মুখ সারিতে যারা করোনা মোকাবেলা করেছেন তাদের অগ্রাধিকার থাকলেও ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাঝে টিকা গ্রহণের আগ্রহ দেখছি না। এ বিষয়টি নিয়ে আমরা মাসিক সমন্বয় সভায় আলোচনা করলেও কোন ফল পাচ্ছি না। সরকারী সুযোগ থাকা সত্বেও কেন বা তারা সে সুযোগ কাজে লাগাচ্ছে না তা আমার জানা নেই।

এবিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আমরা সকলকে করোনার টিকা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করছি। যেখানে কথা বলছি সেখানেই করোনার টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

তবে উপজেলার ধুকরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রশিদ শামীম এই প্রতিবেদককে মুঠোফোনের মাধ্যমে জানান, আমরা এখনও করোনা টিকা গ্রহণ করেনি। তবে কয়েক দিনের মধ্যে সকল ইউপি চেয়ারম্যান ও সদস্য রয়েছেন তারা একত্রিত হয়ে এই টিকা গ্রহণ করবো।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা