সারাদেশ

রাঙামাটিতে বিদায়ী-নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে যোগদান করেছেন নতুন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

সোমবার (১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের অফিস কক্ষে তাকে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। তার আগে বিদায়ী এবং নবাগত জেলা প্রশাসককে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে রাঙামাটি প্রেসক্লাব।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, আমি তিন বছর দায়িত্বে ছিলাম। গত তিন বছরে রাঙামাটি আমার খুব প্রিয় হয়ে ওঠে। জেলাবাসী সবাই আমার কাছে আপনজন হয়েছেন। যত দিন দায়িত্বে ছিলাম, জেলার উন্নয়নসহ জেলাবাসীর কল্যাণ, শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে কাজ করতে আপ্রাণ চেষ্টা করেছি। যে কোনো কাজে এখানকার জনগণ আমাকে আন্তরিক সহযোগিতা করেছেন। সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন এখানকার সাংবাদিকরা। তাদের সহযোগিতার কারণে জেলা প্রশাসনের যে কোনো সফলতা পেয়েছে। তাদের মাধ্যমে সঠিক তথ্য পাওয়ায় আর্থ-সামাজিক উন্নয়নসহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে সক্ষম হতে পেরেছি। তিনি একইভাবে নতুন জেলা প্রশাসককেও আন্তরিকভাবে সহযোগিতা করা জন্য স্থানীয় সাংবাদিকদের আহবান জানান।

নতুন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, আমি যতদিন দায়িত্বে থাকব জেলার উন্নয়ন ও জেলাবাসীর কলাণে কাজ করতে আপ্রাণ চেষ্টা করব। সফলতায় সাংবাদিকরা হবেন আমার তৃতীয় নয়ন। তিনি জেলা প্রশাসনের কাজে বরাবরের মতো আন্তরিক সহযোগিতা করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক নন্দন দেবনাথসহ উপস্থিত সংবাদকর্মীরা বিদায়ী এবং নবাগত জেলা প্রশাসকের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। পরে পুষ্পার্ঘ্য দিয়ে দুই জনকে সংবর্ধিত করেন তারা।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোরেলগঞ্জ প্রেসক্লাবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, তিনবারের...

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে এক হাজার নতুন ট্রেইনি অ্যাসিস্ট্যান্...

ফেনীতে প্রাথমিকে শতভাগ বই এলেও মাধ্যমিকে অর্ধেকেরও কম সরবরাহ

নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এবারও বছরের প্রথম দিনে শতভাগ বই পাচ্ছে না শিক্ষার্থ...

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে বৃহস্পতিবার (১ জানুয়া...

পানছড়িতে বিজিবি'র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে কর্তন করা ৬২.৪৬ ঘনফুট সেগুনকাঠ জব্দ করেছে বর্ডা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা