সারাদেশ

চট্টগ্রামে মেসেজ নিয়ে টিকা দিতে আসার অনুরোধ

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : করোনার টিকা নিতে চট্টগ্রামে কয়েকদিন ধরে ভীড় শুরু হয়েছে সবকটি কেন্দ্রে। ফলে বিশৃঙ্খলাও সৃষ্টি হচ্ছে। আর বিশৃঙ্খলা এড়াতে মোবাইলে মেসেজ নিয়ে টিকা দিতে আসার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শুরুতে টিকা নিতে যে ভয় ছিল, চট্টগ্রামে ক্রমেই তা কেটে গেছে। টিকা কেন্দ্রে গত কয়েকদিন ধরে ভীড় জমতে শুরু করেছে। ফলে সবকটি টিকা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরী হচ্ছে। আর এই বিশৃঙ্খলা এড়াতে শুধু নিবন্ধন করলে চলবে না, পেতে হবে এসএমএস। যা সাথে নিয়ে আসলে মিলবে টিকা।

তিনি বলেন, শুরুতে টিকার জন্য রেজিস্ট্রেশন করাও গেলে মাঝখানে কিছুদিন বন্ধ থাকে। আবার চালু হলে মানুষ হুমড়ি খেয়ে পড়ে।

প্রথমদিকে রেজিস্ট্রেশন করেই মিলেছে টিকা। যে কোনো কেন্দ্রে মানুষ টিকা নিতে পেরেছে। ভীড় বাড়ায় সে সুযোগ আর থাকছে না। যারা এসএমএস না পেয়ে আসছে, তাদের টিকা দেওয়া হচ্ছে না। আমরা বারবার বলছি, এসএমএস না পাওয়ার আগে কেউ টিকা কেন্দ্রে আসবেন না।

তিনি আরও বলেন, মোবাইলে এসএমএস না দেখে টিকা কেন্দ্রে চলে আসছেন অনেকে। এক কেন্দ্রের ব্যক্তি অন্য কেন্দ্রে যাচ্ছেন। ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। রেজিস্ট্রেশন যারা করেছেন, সবাই এসএমএস পাবেন। ওখানে আপনার টিকা কেন্দ্রের নাম এবং তারিখ থাকবে। সেদিনই আপনারা ওই কেন্দ্রে টিকা নিতে আসুন। নির্ধারিত দিনে সবাই টিকা পাবেন। স্বাস্থ্যকর্মীদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ দিন।

কয়েকটি টিকা কেন্দ্র ঘুরে দেখা যায়, টিকা নিতে আগ্রহী মানুষের উপস্থিতি অনেক বেশি। মোবাইলে এসএমএস ছাড়াও অনেক এসেছেন টিকা নিতে। টিকা ফুরিয়ে যাওয়ার খবরে অনেকে ভীড় করছেন টিকা কেন্দ্রে। ভীড় বাড়ায় সামাজিক দূরত্বও রক্ষা করা যাচ্ছে না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল টিকা নিতে আসা আনোয়ার নামের এক ব্যক্তি বলেন, টিকা দেওয়ার সময় ৩টা পর্যন্ত। কিন্তু ১ টার সময় টিকা বন্ধ করে দিয়েছে। আমরা লাইনে কষ্ট করে দাঁড়িয়ে টিকা পাইনি। সাব্বির নামে এক ব্যক্তি বলেন, ১১টায় টিকা নিতে এসেছি, এখন বলছে ভ্যাকসিন শেষ। আমাদের যদি আগে বলতো, তাহলে আমরা চলে যেতাম।

টিকা নিতে আগ্রহীদের মতে, নগরীর লোকসংখ্যা অনুসারে নগরীর বিভিন্ন প্রান্তে পর্যাপ্ত সুযোগ সুবিধাসহ আরো টিকাদান কেন্দ্র খোলা উচিত। বুথ আরো বাড়ানো হলে, বিশৃঙ্খলা কমে আসবে। এখন নগরীর ১৫টি কেন্দ্রে টিকা গ্রহণের সুযোগ পাচ্ছে মানুষ।

সিভিল সার্জনের তথ্যমতে, চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ৭৫ হাজার ১১৫ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ৮৭ হাজার ৪৬৪ জন উপজেলায় ও ৮৭ হাজার ৬৫১ জন সিটি করপোরেশন এলাকায়। এছাড়া এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৪১ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

সান নিউজ/আইকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকে আগুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছ...

বিএনপি নেতার নেতৃত্বে ধলেশ্বরী নদীর তীরে মাটি চুরির অভিযোগ

রাতের আঁধারে মুন্সীগঞ্জ সদরের মীরকাদিমে ধলেশ্বরী নদীর তীরবর্তী চরের মাটি চুরি...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আলী রীয়াজকে নিয়োগ

উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের...

কুষ্টিয়ায় ৭৫ কৃষককে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ

কুষ্টিয়ার মিরপুরে ৭৫ জন চাষিকে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কুড়িগ্রামের উলিপুরে ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আলী রীয়াজকে নিয়োগ

উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের...

কলেজছাত্রী রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড

ফরিদপুরের কলেজছাত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানুর রহমান সো...

আজ উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস

আজ ১৩ নভেম্বর, হাতিয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ভোরের আলো ফোটার আগেই ক...

কুষ্টিয়ায় ৭৫ কৃষককে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ

কুষ্টিয়ার মিরপুরে ৭৫ জন চাষিকে পাটবীজ উৎপাদন প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

কুড়িগ্রামের উলিপুরে ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন স্থান থেকে ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা