সারাদেশ

বাদী ও সাক্ষীদের আসামি করে মামলা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংস্কৃতিকর্মী ও তরুণ কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তনন হত্যা মামলার বাদী সৈয়দ তাকবির আহমেদ ও সাক্ষীদের আসামি করে আদালতে মামলা করেছেন শহিদুল হক। মামলার কারণে স্থানীয় সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, একজন সংস্কৃতিকর্মীকে হত্যা করা হয়েছে। তার ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। এখন আসামি ধরতে গেলে যদি কেউ হয়রানির অভিযোগ করে তাহলে কিছু বলার নেই।

তিনি আরও বলেন, কবি তনন হত্যা মামলার বাদী ও সাক্ষীদের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে, বিনা কারণে তাদের হয়রানি করা হবে না। আদালতের নির্দেশে আমরা মামলার তদন্ত করছি।

মামলার এজহার সূত্রে জানা গেছে, সম্পত্তি বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে এক নম্বর আসামি মাসুদ মিয়ার নির্দেশে শহিদুলের লোকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। উভয়পক্ষের সংঘর্ষে শহিদুলের পক্ষের বেশ কয়েকজন মারাত্মক আহত হয়। পরে তারা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

মামলায় উল্লেখ করা হয়, এ সংঘর্ষের সময় মুনাব্বির আহমেদ নামে একজন নিহত হয়। হত্যার সঙ্গে শহিদুলের পক্ষের লোকজন জড়িত নয়। তাদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে।

হত্যা মামলার বাদী তাকবির আহমেদ বলেন, আমার ভাইয়ের হত্যার বিচার চেয়ে থানায় মামলা করার পর থেকেই প্রভাবশালী মহল আমাদের পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছে। হত্যা মামলাকে ভিন্ন খাতে নিতেই আমি ও মামলার সাক্ষীসহ ২৩ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, মিথ্যা মামলা থেকে বাদ যায়নি একজন বুদ্ধি প্রতিবন্ধীর নামও।

সংস্কৃতিকর্মী ও কবি জয়দুল হোসেন বলেন, অন্যায়ভাবে খাল ভরাট করে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদ করতে গিয়ে একজন তরুণ লেখক নির্মমভাবে হত্যার শিকার হলো। এখন আবার হত্যা মামলার বাদী ও আসামির বিরুদ্ধে মামলাও করা হলো। বিষয়টি খুবই বিব্রতকর। আমরা চাই সুষ্ঠু তদন্ত করে তনন হত্যার সঙ্গে যারা জড়িত তাদের দ্রত গ্রেফতার করা হোক। এছাড়া মামলার বাদী-সাক্ষীদের যেন হয়রানি করা না হয়।

তনন হত্যা মামলার বাদী ও সাক্ষীর বিরুদ্ধে মামলাকারী শহিদুলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ কোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ৯ নভেম্বর সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদ করায় সংস্কৃতিকর্মী ও তরুণ কবি সৈয়দ মুনাব্বির আহমেদ তননকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছোট ভাই সৈয়দ তাকবির আহমেদ বাদী হয়ে ১৭ জনকে আসামি করে ১১ নভেম্বর নাসিরনগর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত আফজাল নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ আজ এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রধানম...

আবেদনময়ী লুকে নুসরাত

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্র চিত্রনায়িকা নুসরাত...

খাগড়াছড়িতে শাশুড়ি হত্যায় জামাতা আটক

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জুয়া খেলতে...

৬ তারিখে বাজেট প্রস্তাবন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ৬...

গণতন্ত্র শেখ হাসিনার হাতেই সুরক্ষিত

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকামী মান...

বাক-বিতণ্ডার জেরে নিহত ১

উপজেলা প্রতিনিধি: সাভার জেলার আশু...

হিমাগারে মজুত ১ লাখ ডিম

জেলা প্রতিনিধি: বগুড়া সদরে &lsquo...

নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি : চাঁদপুরে নিখোঁজ হওয়ার পর ডাকাতিয়া নদী থেকে...

কিরিগিজস্তানে শিক্ষার্থীদের বাইরে যাওয়া নিষেধ

আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি,...

ঘূর্ণিঝড়ের সবশেষ তথ্য

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলমান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা