সারাদেশ
৫ সদস্যের কমিটি * শিগগিরই কাজ শুরু

পীরগাছায় হচ্ছে মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, রংপুর : উত্তরাঞ্চলে মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র না থাকায় কয়েক দশক থেকে মহিষের বংশ বিস্তার স্থবির হয়ে পড়েছে। এ অঞ্চল থেকে মহিষ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গবাদি পশু মহিষের কথা ভেবে এখনো অনেকে দীর্ঘশ্বাস ফেলেন।

প্রতিকূল পরিবেশ, খাদ্য সংকট ও কৃত্রিম প্রজনন ব্যবস্থা না থাকায় এ অঞ্চলে মহিষের বংশ বিস্তার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে দাবি উঠেছিল মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র গড়ে তোলার। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে।

মহিষের বংশ বিস্তার বাড়াতে দেশের দ্বিতীয় মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপন করা হচ্ছে রংপুরের পীরগাছা উপজেলায়। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে এই কমিটি কাজ শুরু করেছে।

এক পরিসংখ্যানে জানা গেছে, ৩০ বছর আগে উত্তরাঞ্চলে মহিষের সংখ্যা ছিল ৪০ লাখের বেশি। এখন তা কমে এসে চার লাখের নিচে দাঁড়িয়েছে। প্রাণিসম্পদ বিভাগের পরিসংখ্যান মতে উত্তরের ১৬ জেলার মধ্যে সর্বনিম্ন স্থানটি দখল করে রেখেছে কুড়িগ্রাম। এ জেলায় হাতে গোনা কয়েকটি মহিষ রয়েছে। দেশের একমাত্র কৃত্রিম প্রজনন কেন্দ্রটি হচ্ছে বাগেরহাট জেলায়। নানান প্রতিকূলতায় ধীরে ধীরে এই প্রাণীটি বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। এই প্রাণীটি রক্ষায় সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ সিদ্ধান্ত নিয়েছে রংপুরে মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপনের। এ লক্ষ্যে স্থান বরাদ্দসহ যাবতীয় প্রস্তুুতিও সম্পন্ন করা হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।

এ বিষযে রংপুর প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার বলেন, রংপুরের পীরগাছায় মহিষের কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালককে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা