সারাদেশ

চট্টগ্রামে রেল স্টেশন মাস্টার ও কর্মচারী কমিটি নিয়ে উত্তাপ

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে রেল স্টেশন মাস্টার ও কর্মচারী কমিটি নিয়ে উত্তাপ চলছে। এ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিও পালন করেছেন দু‘পক্ষের নেতা-কর্মীরা। দু‘পক্ষের মধ্যে ইতোমধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনাও ঘটেছে একাধিকবার।

রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের একাধিক নেতাকর্মী শুক্রবার সকালে এ তথ্য জানান। সদ্য গঠিত রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহবায়ক এবং প্রতিপক্ষ গ্রæপের একাধিক নেতাকর্মী বিষয়টি স্বীকার করেছেন।

নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটির পক্ষপাতিত্বমূলক আচরণের কারণে রেল স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কমিটিতে বিভক্তির সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষে থাকা চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটির সদস্যরা বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীর মোটেল সৈকতে বিভাগীয় সম্মেলনের আয়োজন করে।

একইদিন বিদ্রোহী পক্ষ বিভিন্ন দাবি নিয়ে চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় করে মানববন্ধনের আয়োজন করে। এ নিয়ে চট্টগ্রামের সিআরবি ও বিভিন্ন স্টেশনে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল হয়েছে। এতে দু‘পক্ষের মধ্যে একাধিকবার হাতাহাাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিদ্রোহী পক্ষে থাকা চট্টগ্রাম বিভাগীয় কমিটির স¤পাদক নেজাম উদ্দীন বলেন, সদ্য গঠিত ওই আহবায়ক কমিটি অনুমোদনহীন। কিছুদিন আগে একটি আহবায়ক কমিটি করেছে ওরা। কমিটি করতে গেলে কেন্দ্রীয় কমিটির সভাপতি-সেক্রেটারির অনুমোদন লাগে। এখানে কেউ অনুমোদন দেয়নি। নিজেদের ইচ্ছেমতো কমিটি করেছে। আজকের সম্মেলনে শাখা কমিটির মতামতের ওপর আমাদের সিদ্ধান্ত হবে।

মোটেল সৈকতে বিভাগীয় সম্মেলনের কথা তুলে ধরে তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি-সেক্রেটারি দুজনেই আজ এখানে উপস্থিত আছেন। আমাদের একটা ডি-ফর্ম আছে। সদস্য হতে হলে এই ফর্ম পূরণ করতে হয়। কিন্তু যারা অভিযোগ তুলেছেন, তাদের অধিকাংশই সদস্য ফর্ম পূরণ করেননি।

এ ব্যাপারে জানতে চাইলে আহবায়ক কমিটির সদস্য এস এম ফখরুল আলম বলেন, আমাদের মধ্যে আসলে একটা গ্রুপিং তৈরি হয়ে গেছে। দীর্ঘদিন ধরে আমাদের বিভাগীয় কমিটি হচ্ছে না। সে হিসেবে আমরা একটা আহবায়ক কমিটি ঘোষণা করেছিলাম। এতদিন বিভাগীয় কমিটি না করায় যখন আমরা আহবায়ক কমিটি করলাম, একটি পক্ষ তড়িঘড়ি সম্মেলন করে কমিটি গঠন করার চেষ্টা চালাচ্ছে।

কমিটির ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা শুনেছি কমিটি করবে না। আমরা আমাদের দাবি নিয়ে আজকে স্টেশনে মিছিল-মানববন্ধন করেছি। যদি কোনো কমিটি গঠন করা হয়, আমরা আহবায়ক কমিটির নেতৃত্ব পাল্টা কমিটি দিব। যদি কোনো কমিটি না দেয় আমরা কোনো কমিটি দিব না।

প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনারা বিদ্রোহী গ্রুপ। তড়িঘড়ি করে দু‘দিনের নোটিশে সম্মেলন করছে। আমাদের জানায়নি। আমাদের আজকের প্রোগ্রামে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ছিলেন। আমরা চাচ্ছি এ সংগঠনটা ঐক্যবদ্ধভাবে চলবে। এখানে মতবিরোধটা সভাপতি-সেক্রেটারি সমাধান করবে। সমঝোতার মাধ্যমে গ্রহণযোগ্য একটা কমিটি দিবে। যদি একটা পক্ষ নিয়ে তারা আমাদের গ্রুপিংয়ের দিকে ঠেলে দেয় তার দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে। যদি আজকে কোনো ধরনের কমিটি দেওয়া হয়, আমরাও পাল্টা কমিটি দিব।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিরেই দলকে জেতালেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

শাহবাগে ৪ ঘণ্টা ধরে অবরোধ, যান চলাচল বন্ধ, ভোগান্তি

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত...

এখন আলোচনায় 'এক্সিট''

প্রতিবেদনে বলা হচ্ছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স সামনের ম...

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনের হুঁশিয়ারি

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনে...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনের হুঁশিয়ারি

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবে জেলাব্যাপী উত্তেজনা, সর্বদলীয় পরিষদের আন্দোলনে...

ইউনূস সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে

অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সময় ফুরিয়ে আসছে...

ফিরেই দলকে জেতালেন মেসি

এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই পুরোনো চেহারায় দেখা গেল লিওনেল মেসিকে। বাং...

ভৌতিক গল্প নিয়ে কানাডায় নুহাশ

হরর, অতিপ্রাকৃত, ফ্যান্টাসি ঘরানার সিনেমা নিয়েই মূলত কানাডার ফ্যান্টাজিয়া আন্...

পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা