সারাদেশ

চুরির চেষ্টার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ, সংবাদ সম্মেলন এমপিপুত্রের

নিজস্ব প্রতিনিধি, পাবনা : রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে এমপি পুত্রের নেতৃত্বে পাঁচ ট্রাক লোহা চুরির চেষ্টা ধরিয়ে দেয়ায় পিটিয়ে জখম সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী ফুড গার্ডেন পার্টি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাবনা-৪ আসনের এমপি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস।

সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও কাল্পনিক দাবি করে তিনি বলেন, আমার পিতার দীর্ঘদিনের অর্জিত রাজনৈতিক ত্যাগ, ও সম্মানকে ভুলুন্ঠিত করার জন্য এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। রাজনৈতিকভাবে হীন উদ্দেশ্য চরিতার্থ করার অভিপ্রায়ে কেপিআইভুক্ত অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে জড়িয়ে সাংবাদিকরা মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

দোলন বিশ্বাস তার বক্তব্যে আরও দাবি করেন, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নতুনহাট এলাকায় রুপপুর প্রকল্পের সাব ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা পাওয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানাকে পিটিয়ে আহত করার খবর ভিত্তিহীন। তিনি বলেন, রুপপুর প্রকল্পে সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। স্পর্শকাতর এই প্রতিষ্ঠান থেকে পাঁচ ট্রাক লোহা চুরির অপচেষ্টার ঘটনা মিথ্যার প্রলেপ ছাড়া কিছুই নয়।

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত মেয়র ইছাহক আলী মালিথা, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, শ্রমিক লীগ নেতা জাহিদুর রহমান জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দোলন বিশ্বাসকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করে ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকা থেকে প্রকল্পের কাজে ব্যবহৃত পাঁচ ট্রাক লোহা চুরির চেষ্টার খবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেয়ায় মঙ্গলবার প্রকল্পের সাব ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা পাওয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানাকে পিটিয়ে আহত করা হয়। পাবনা-৪ আসনের এমপি পুত্র দোলন বিশ্বাসের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দোলন বিশ্বাসকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জামসহ তিনজন আটক

খাগড়াছড়ির রামগড়ে খান কমপ্লেক্সের চতুর্থ তলার একটি কক্ষ থেকে অবৈধ ইন্টারনেট...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

মধুখালীতে ৬৫ পিস ইয়াবাসহ আটক যুবক

ফরিদপুরের মধুখালীর কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে...

হাতের অপারেশন করাতে গিয়ে প্রাণ গেল নারীর

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে ভুল চিকিৎসায় রাবেয়া বেগম (৪৮) নামে...

মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য আটক

মাদারীপুর সরকারি কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুস সো...

প্রাকৃতিক উদ্ভিদে নিরাপদ খাদ্যের উৎস !

পার্বত্য চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ে বা সাধারণত জমির আশেপাশে সবজি ক্ষে...

লকডাউনের আজাহার দিনে বিএনপি, রাতে আ. লীগ

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বরের লকডাউন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা