সারাদেশ

আখাউড়া পৌর নির্বাচনে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল। তা ছাড়া দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সাবেক পৌর মেয়র নুরুল হক ভূঁইয়া ও যুবলীগের নেতা মো. শফিকুল ইলসাম খান। আর বিএনপির ধানের শীষের একক প্রার্থী জয়নাল মো. আবেদীন আব্দু।

নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার। পৌর এলাকায় বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। প্রার্থীরা যাচ্ছেন ভোটারের কাছে। ভোটাররা বলছেন ইভিএমে ভোট দেয়া নিয়ে তাদের আশঙ্কার কথা। ৪ প্রার্থীই প্রচারে ব্যস্ত। ভোটারের মন জয় করতে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাশাপাশি তারা ইলেক্ট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেয়ার প্রাথমিক তথ্য দিচ্ছেন। ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, কোনও সমস্যা হবে না।

তা সত্ত্বেও নির্বাচনি এলাকার অলিতে-গলিতে চায়ের দোকানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইভিএমে ভোট দেয়া নিয়ে। আখাউড়া পৌরসভা নির্বাচনে এই প্রথম ইভিএমের মাধ্যমে ভোট হবে। যন্ত্রের সাহায্যে কীভাবে ভোট দেয়া যায়? নিজের ভোট নিজে দিতে পারবেন তো নাকি কৌশলে তাদের পছন্দের প্রার্থীর ভোট হাতিয়ে নেয়া হবে? এসব প্রশ্ন তাড়া করছে ভোটারদের।

এ ব্যাপারে ৩নং ওয়ার্ডের বাসিন্দা পান ব্যবসায়ী তফসির আলী এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অহন পর্যন্ত কেউই আইয়া মেশিন দিয়া ভোট কেমনে দেয়ন যায় আমরারে বোঝায় নাই। ভোট কেন্দ্রে যেমনে কইব, এমনেই ত দিতে অইব। পরে দেখবাইন নিজের পছন্দের প্রার্থীরে ভোট দিতে পারতাম না।

তিনি আরও বলেন,বাজান সকালবেলা ভোট দিতাম যামু। গিয়া দেখুমনে কেমনে ভোট দেওন লাগে। অহন ত হুনি কি মেশিন দিয়া বলে ভোট দেয়। যহন থেইক্কা ভোট দেওয়া শুরু করছি, তহন থেইক্কা কাগজ বইলা ভোট দিছি। আর এহন কতলা বক্কর-ছক্কর ভোট। ভালা লাগলে দিমু না লাগলে ভোট কেন্দ্র যাইতাম না।

আরও একজন গ্যাস আন্দোলনের নেতা মুসলে উদ্দিন বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশের ভোটাধিকার বিষয়ে চিন্তা করে বাংলাদেশ সরকার ডিজিটাল পদ্ধতিতে ভোট দেয়ার জন্য ইভিএম এনেছে। তবে প্রত্যন্ত এলাকার ভোটাররা সঠিক জায়গায় ভোট দিতে পারবেন কি না তা নিয়ে অনেকটাই শঙ্কা রয়েছে।

তাই ইভিএমের বিষয়ে নির্বাচন অফিস থেকে অনেক আগে থেকেই তৃণমূল পর্যায়ে কর্মশালার আয়োজন করার দরকার ছিল অথবা মাঠকর্মী দিয়ে ভোটারদের ইভিএমের সম্পর্কে বোঝানো উচিত ছিল। তাহলে ভোটারদের মনে নেগেটিভ ধারণা থাকত না। তিনি আরও বলেন, আশার কথা হলো, প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, পাশাপাশি ইভিএম সম্পর্কেও বলছেন।

এ ব্যপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও আখাউড়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, নির্বাচনের দিন প্রত্যেক কেন্দ্রে ব্যানার-ফেস্টুন লাগানো থাকবে। তা ছাড়া স্থানীয় অফিসে প্রজেক্টরের মাধ্যমে আমরা ইভিএমের ভোট দেওয়া সম্পর্কে একটি ভিডিও ক্লিপ দেখিয়েছি।

৯ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট কেন্দ্রে থাকা কর্মকর্তাদের ট্রেনিং দেওয়া হবে। যাতে নির্বাচনের দিন ভোটারদের সঠিকভাবে ভোট দিতে সাহায্য করতে পারেন।

তিনি আরও জানান, তিন দিন ধরে এলাকায় মাইকিং করা হবে স্থানীয় নির্বাচন অফিসে এসে ইভিএম ভোট সম্পর্কে জানতে। ১২টি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে তো ইভিএম ভোটিং সম্পর্কে জানানো সম্ভব নয়। তবে প্রত্যেক প্রার্থীর কাছে ইভিএম মেশিন সম্পর্কে একটি লিফলেট দেয়া আছে। ভোটারদের বাড়িতে গেলে তারা হাতে হাতে এই লিফলেট বিতরণ করবেন।

আখাউড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১টি কেন্দ্রে ভোট হবে। মোট স্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৮২ ও অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৬টি। মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩০ ও নারী ভোটার ১৪ হাজার ৬৭৫ জন।

সান নিউজ/ আকন্ঞ্জি/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হলো একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে

অভিযোগে বলা হয়, সেনা সমর্থিত সরকারের সময় ২০০৭ সালের ১৭ মার্চ তারা বৈশাখী টিভি...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ট্রাম্পের দূতের হাতে বিশেষ পুরস্কার তুলে দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্...

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ছাত...

দেশে মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০,খসড়া তালিকা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্ব...

ইভিএম বাতিল, ফিরছে ‘না’ ভোট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম বাতিল করে ‘না’ ভোটের বিধান ফিরি...

অবহেলায় শিক্ষা খাত, সংস্কারে কমিশনও করা হয়নি

অন্তর্বর্তী সরকারের এক বছরে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন হ...

ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে: তারেক রহমান

স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চ...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মা...

রংপুরে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: আসক

রংপুরে তারাগঞ্জ উপজেলা এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা