সারাদেশ

বেরোবিতে সমাবেশে নিষেধাজ্ঞায় রংপুরে ছাত্রজোটের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সভা সমাবেশ বিক্ষোভ মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট রংপুর জেলা।

জোটের নের্তৃবৃন্দ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারটায় বিশ্ববিদ্যালয়ের মূলগেটের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর কমিটি ও বেরোবির সাবেক সভাপতি ছাত্র নেতা যুগেশ ত্রিপুরা, সহ-সভাপতি প্রহল্লাদ রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি আবু মোঃ সালেহ শিহাব, ছাত্র ফ্রন্ট মার্কসবাদী নগর আহবায়ক সাজু বাস্ফোর, ছাত্রফ্রন্ট বেরোবির শাখার সভাপতি রিনা মুরমু প্রমুখ।

ছাত্র নেতা যুগেশ ত্রিপুরা বলেন বেরোবি হল রংপুর অঞ্চলের মানুষের লড়াই সংগ্রামের ফসল। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে দ্বিতীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুল জলিল মিয়া থেকে পরবর্তী উপাচার্যগণ একের পর এক অনিয়ম-দুর্নীতির ফলে বিশ্ববিদ্যালয়ে জটিলতা নিরসন হচ্ছে না। শিক্ষকদের দলীয় কোন্দলের কারনে অনেক বিভাগে সেশনজট প্রকট হওয়ায় শিক্ষার্থীরা আজ জীম্মি হয়ে পড়েছে। তিনি এসব সংকটের জন্য উপচার্যের ধারাবাহিক অনুপস্থিতি ও কতিপয় শিক্ষকদের দায়ী করেন।

বেরোবির সভাপতি রিনা বলেন, ক্যাম্পাসের সংকট নিরসনের জন্য ক্যাম্পাসে উপচার্যের সার্বক্ষনিক অবস্থান করতে হবে। সমাবেশে বক্তব্যে বলেন বিশ্ববিদ্যালয়ে প্রশাসন করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকার পরও শিক্ষার্থীদের কাছে অযৌক্তিকভাবে পরিবহন, মেডিকেল ফি ও আবাসন ফি আদায় করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানায়।

সমাবেশে বক্তারা বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সভা সমাবেশ মিটিং মিছিল এর উপর যে নিষেধাজ্ঞা জারী করেছে তা বিশ্ববিদ্যালয়ের চিন্তার সাথে সাংঘর্ষিক ও স্বায়ত্বশাসনের পরিপন্থি। নের্তৃবৃন্দ বলেন এটি শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের বাকস্বাধীনতার উপর আক্রমন।

তারা আরো বলেন বিশ্ববিদ্যালয়ে ভিসির চলমান অনিয়ম দুর্নীতি ধারাবাহিক অনুপস্থিতি ঢাকতে তিনি এসব অগণতান্ত্রিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে এসকল অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় এহেন সিদ্ধান্ত বাতিল না করলে সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন। সমাবেশ শেষে জোটের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা