সারাদেশ

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে টিকাদান

গোপালগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় গোপালগঞ্জেও করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামকে করোনা (কোভিড-১৯) প্রতিরোধে ভ্যাকসিন প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পরে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. অসিত কুমার মল্লিক, সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. এস এম সাকিবুর রহমানকে করোনা ভ্যাকসিন প্রদান করা হয়।

এসময় স্বাস্থ্যবিধি মেনে উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. হুমায়ুন কবির সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রোববার জেলার ৫ উপজেলা থেকে ৭টি কেন্দ্রে মোট ৪৮০ জনকে এই ভ্যাকসিন প্রদান করার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে জেলায় ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদেরকে এবং পরে সরকারি কর্মকর্তা, পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক যারা করোনাকালীন সময়ে সম্মুখ যোদ্ধা হিসেবে ফ্রন্টলাইনে থেকে কাজ করেন মূলত তাদেরকে পর্যায়ক্রমে এই টিকা প্রদান করা হবে।

টিকাদান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলার প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুইজন
অভিজ্ঞ টিকা প্রদান কর্মী ও চারজন স্বেচ্ছাসেবক নিয়ে একেকটি টিম গঠন করা হয়েছে। যারা নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে তারা এই টিকা পাবেন। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সারাদেশে করোনার টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন। গোপালগঞ্জ সদর উপজেলা ছাড়াও মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, গোপালগঞ্জে উঃসব মুখর পরিবেশে করোনা টিকা প্রহন ও প্রদান শুরু হয়েছে। আমরা গোপালগঞ্জের জন্য প্রথম ধাপে ৩৬ হাজার টিকা পেয়েিেছ। প্রতি উপজেলায় একটি করে মোট সাতটি কেন্দ্রে টিকা প্রদান শুরু করেছি। প্রথমেই বয়সভেদে আমরা টিকা প্রদান করছি। যারা এখনো রেজিষ্ট্রেশন করেননি তাদের মেনুয়াল পদ্ধতিতে রেজিষ্ট্রেশন করে টিকা প্রদান করা হবে। আমাদের ভলেন্টিয়ার রেডি সর্বদা সেবা দিতে। কোন গুজবে কান দিবেননা আপনারা নিশ্চিন্তে থাকুন এই টিকায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই ভীত বা আতংকিত হবার কোন কারন নেই।

যারা এই টিকা নিতে চাইছেন আমরা তাদেরই দেব। বয়স ভেদে ও যারা আগে আ্যাপের রেজিষ্ট্রিশন করেছেন। গোপালগঞ্জ জেলার প্রতিটিলোকই আগামীতে টিকার আওতায় আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজনৈতিক দলের সমর্থন না পেলে সব কাজ বিফলে যাবে: সিইসি

প্রবাসী ভোটিং পদ্ধতি বাছাইয়ে রাজনৈতিক দলসহ সব অংশী...

২৯ এপ্রিল: বিপ্লবী রবি নিয়োগীর জন্মদিন

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যা...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

সাবেক সংসদ সদস্য তুহিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহ...

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা