সারাদেশ

মাধবদী পৌর নির্বাচন: ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত নরসিংদীর মাধবদী বাজার। আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধবদী পৌরসভার নির্বাচন। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।

নির্বাচনে বিজয়ী হয়ে দলকে নৌকা উপহার দিতে চান আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান মানিক আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ের মুখ দেখতে চায় বিএনপি মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন আনু। সেই চিন্তা মাথায় রেখে দিন রাত ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার বাবুরহাটকে ঘিরে মাধবদী ও আশপাশ এলাকায় গড়ে উঠেছে ছোট-বড় কয়েক হাজার বস্ত্র কারখানা। ফলে ব্যবসা-বাণিজ্য নির্ভর শহর হিসেবেই সারাদেশ মাধবদী পরিচিত। ১৯৯৪ সালে নরসিংদী সদর উপজেলার মাধবদী ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হয়। আগামী ১৪ তারিখে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে নিজস্ব নেতাকর্মী আর কর্মী সমর্থকদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, মাইকিং ও পোস্টারিংয়ের কাজ চলছে সমানতালে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পৌর এলাকার সড়ক, মোড় এবং বাজার। মাইকে চলছে সুমধুর কণ্ঠে প্রার্থীদের প্রচারণা। জমে উঠেছে প্রার্থীদের প্রচারণাও। দলীয় কিছু দ্বিধাবিভক্ত থাকলেও জয়ী হয়ে দলকে নৌকা উপহার দিতে চান বর্তমান মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক।

অন্যদিকে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়লাভের আশা দেখছেন ধানের শীষের প্রার্থী আনোয়ার হোসেন আনু। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনির হোসেন শামীম হাত পাখা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদা ইয়াছমিন মোবাইল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
শিল্পসমৃদ্ধ মাধবদী পৌরসভাকে যারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজসহ নদীর অবৈধ দখল আর পর্চামুক্ত রাজনীতির পাশাপাশি উন্নয়ন করবে বলে মনে হয় তাদেরকেই তারা নির্বাচিত করবেন বলে জানান সাধারণ ভোটারগণ।

বিগত পাঁচ বছরে পৌরসভার উন্নয়ন কাজের ফলশ্রুতিতে এবারও নির্বাচনে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক।

অপরদিকে, মাধবদীকে ধানের শীষের ভোট ব্যাংক হিসেবে আখ্যা দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিজয় সুনিশ্চিত বলে আশা প্রকাশ করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আনোয়ার হোসেন।

পাড়া-মহল্লা এবং বিভিন্ন মোড়ে চায়ের কাপে ধোয়া তুলতে তুলতে প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমালোচনাসহ ভোটের হিসাব-নিকাষ। সব মিলিয়ে মাধবদী পৌরসভার নির্বাচনী গরম হাওয়া মাঘের শীতকে পরাজিত করেছে বলে মনে করছেন অনেকে।

এবার ১২টি ওয়ার্ডে ৪ জন মেয়র, ৩৩ জন সাধারণ কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ৩২ হাজার ৪৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সান নিউজ/আর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা