সারাদেশ

বরিশালে বিএনপির মতবিনিময় সভায় হামলা-ভাংচুর

নিজস্ব প্রতিবেদক : আগামী ৩০ জানুয়ারি বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান শরীফের সমর্থনে নেতাকর্মীদের সাথে গৌরনদী ও আগৈলঝাড়া সংসদীয় এলাকার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

স্থানীয় রাজনীতির সংঘাতপূর্ণ পরিস্থিতি এড়াতে সভাটি বিএনপির এই কেন্দ্রীয় নেতার বরিশাল শহরের বাসভবনে আয়োজন করা হয়। গৌরনদী পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খান মুকুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ছাড়াও এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মিয়া সহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ যোগদান করেন। সভার মাঝামাঝি সময়ে অতর্কিতে হামলা চালায় দূর্বৃত্তরা। হামলায় ব্যাপক ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি প্রদর্শন করা হয়।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা সরকার দলীয় স্থানীয় সমর্থক। ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ অবস্থান করছে।

সার্বিক পরিস্থিতি জানতে চাইলে বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন সাননিউজকে টেলিফোনে জানান, মূলত সংঘাত, সংঘর্ষ এড়াতে গৌরনদী পৌর এলাকার বাইরে ধানের শীষের প্রার্থীর উদ্যেগে নেতাকর্মীদের সাথে নির্বাচন সংক্রান্ত কর্ম-কৌশল ঠিক করতে ও আমার অন্যান্য রাজনৈতিক কর্মসূচীর সাথে খাপ খাইয়ে আমার বরিশালের বাসভবনে এ মতবিনিময়ের সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, আপনারা সকলেই জানেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে নির্বাচনী প্রচারণা চালাতে একদিনের জন্য আমার গ্রামের বাড়ী সরিকলস্থ বাসভবন থেকে বের হতে দেয়া হয়নি। এমনকি নির্বাচনের ১ দিন আগে শত শত পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর নেতৃত্বে আমার বাড়ী ঘেরাও করে বহু নিরাপরাধ নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়। আজকের ঘটনা বাস্তবিক অর্থে ৩০ ডিসেম্বরের আগে থেকে রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহার করে যারা লাগাতার সন্ত্রাস, হামলা, নির্বাচনি দখলদারিত্ব ও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে তাদেরই কাজ বলে আমার বিশ্বাস। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এই মুহূর্তে পুলিশ তার বাসভবন ঘিরে রেখেছে বলে তিনি অভিযোগ করেন। অবরুদ্ধ অবস্থার পরিপ্রেক্ষিতে আশেপাশের বাড়ীর সাধারণ মানুষের মাঝে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে বলেও তিনি অবহিত করেন।

উল্লেখ্য, শনিবার (১৬ জানুয়ারি) বরিশাল জেলা দক্ষিণ জাতীয়তাবাদী যুবদলের প্রয়াত সভাপতি পারভেজ আকন্দ বিপ্লবের শোকসভা ও দোয়া মাহফিলে যোগ দিতে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে তিনি বরিশালে আসেন।

সান নিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে হাতিয়াতে উঠান বৈঠক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষ...

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ইসলাম...

বাগেরহাটের কলার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে কলার বাম্পার ফলন হয়েছে। জমিতে বসেই কলার দাম ভালো পাওয়ায়...

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের ঘটনা

ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে শাপলা চত্বরের গণহত্যার ঘটনা এমন মন্তব্য কর...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ, সরকার নয়: এজেডএম জাহিদ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার ব...

জামায়াত আমিরের সাথে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনে...

দেশে ভূমিধস-জলাবদ্ধতার শঙ্কা, ৮ বিভাগেই ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় রা...

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই

রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বল...

একীভূত হচ্ছে না গণঅধিকার পরিষদ ও এনসিপি

সম্প্রতি গুঞ্জন উঠে দেশের তরুণদের নিয়ে গঠিত দল দুইটি একীভূত হওয়ার বিষয়ে। তবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা