সারাদেশ

রৌমারীতে রাস্তা ছাড়াই ৫ গ্রাম, দুর্ভোগে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা এলাকায় রাস্তা ছাড়াই ৫টি গ্রামের মানুষের চলাচল ও মালামাল পরিবহন কাজে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা না থাকায় উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বারবান্দা, ভুন্দরচর, পূর্ব ইজলামারী, চর ফুলবাড়ী নয়ারচরসহ ৫ টি গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

শনিবার ( ১৬ জানুয়ারি) সরেজমিনে গিয়ে জানা গেছে, চরবারবান্দা গ্রামের নুরুল আমিনের দোকান থেকে চর বারবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩০০ মিটার রাস্তা না থাকায় গ্রামবাসী, স্কুল শিক্ষার্থী, চাকুরীজীবী, ব্যবসায়ীসহ ৫ গ্রামের সকল পেশাজীবী মানুষ দুর্ভোগে পড়েছে।

এছাড়াও বর্তমান সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা করার লক্ষ্যে ভবন সম্প্রসারণ জন্য চরবারবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণের বরাদ্দ দিলেও প্রয়োজনীয় মালামাল পরিবহন করার জন্য রাস্তা না থাকায় নির্মাণ কাজে সময়ক্ষেপণ হচ্ছে।

চরবারবান্দা গ্রামের শিক্ষার্থী রুবেল, হামিদা, সাকিল বলেন, রাস্তা না থাকায় আমরা কোথাও যেতে পারিনা, পায়ে হেঁটে যেতে হয়। প্রধানমন্ত্রীর কাছে আমরা রাস্তাটি দ্রুত প্রশস্ত করে নির্মাণ করার জন্য দাবি করছি। চরবারবান্দা গ্রামের হাবিবুর রহমান, রহম আলী, লালমিয়া বলেন, গতবছর গ্রামবাসী মিলেমিশে জমির আইল দিয়ে চার ফুট প্রস্থ রাস্তা নির্মাণ করা হয়েছিল।

সেটাও এবার জমির মালিকগণ রাস্তার বেশি অংশই কেটে ফেলেছে। যানবাহন তো দুরের কথা মানুষও ঠিকা মতো পায়ে হেঁটে যাতায়াত করতে পারে না। সাবেক মেম্বর মো. আবুল কালাম আজাদ বলেন, আমি জমির মালিকদের বলে ৪ ফিট রাস্তার ব্যবস্থা করেছিলাম। এখন দেখি সেই রাস্তাটি নাই। কেন যে তারা রাস্তাটি কেটে ফেললো তা আমার জানা নাই।

চরবারবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসীসহ রাস্তা না থাকায় কষ্ট করে পায়ে হেঁটে যাতায়াত করি। আমি আমার জমিতে দিয়ে তিল তিল করে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়েছি। সরকার প্রতিষ্ঠানটি সরকারিকরণ করে ৪ তলা বিশিষ্ট একটি ভবন দিয়েছে।

রাস্তা না থাকায় ভবনের নির্মাণ কাজের মালামাল আনতে পারছে না ঠিকাদার। আমাদের একটাই দাবি রাস্তা নির্মাণ করে শিক্ষার্থীসহ এলাকার মানুষের যাতায়াত ও ভবনটি নির্মাণ কাজের মালামাল পরিবহন করতে শিক্ষা বিভাগসহ স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি করছি।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আব্দুল জলিল বলেন, বিষয়টি আমার জানা নাই, উপজেলা প্রশাসন থেকে রাস্তার তালিকা আমাদের কাছে আসলে রাস্তা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, বিষয়টি আমি জেনেছি। এলাকাবাসী একটি আবেদন দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, নীরব প্রশাসন; ফুঁসছে জনগন!

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়ন ভূমি অফিসের জারিকারক লুৎফা আক্তার (৪৫)...

ছাত্রলীগ সভাপতির বসতঘরে আগুন

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দিনাজপু...

দেশের ৫০ ভাগ নারী, নারীদের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী।...

নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

নোয়াখালীর কোম্পানীগঞ্জের রামপুর ও মুছাপুর ইউনিয়নের মধ্যে মধ্যরাতে ফুটবল খেলাক...

আজ সেই ভয়াল ১৫ নভেম্বর, ১৮ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি উপকূলবাসী

২০০৭ সালের ১৫ নভেম্বর—দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে এক বিভীষিকাময় রাত। ভয়...

দেশ স্বাধীনের ৫৪ বছরেও এ জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি: আকন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাং...

মুন্সীগঞ্জে বিএনপির চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের চার নেতার আবেদনের প্রেক্ষিতে বহিষ্কার...

ছাত্রলীগ সংশ্লিষ্টতায় ইবির এক শিক্ষার্থী আটক

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত ফেসবুক পোস্ট করা এবং সংগঠনটির সঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা