সারাদেশ

অর্গানিক পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষে মডেল ত্রিশাল

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : আন্তর্জাতিক বাজারে অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত (জৈব) সবজি ও ফলের ব্যাপক চাহিদার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্যের দামও তুলনামূলক বেশি। অন্যদিকে অতিমাত্রায় রাসায়নিক সার ও কিটনাশক ব্যবহারে তৈরি হচ্ছে স্বাস্থ্যঝুঁকি। বাড়ছে উৎপাদন খরচ,দূষিত হচ্ছে মাটি, পানি ও বাতাস।

দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। এসব সমস্যা থেকে কৃষক ও পরিবেশকে বাঁচাতে দেশে প্রথমবারের মতো ময়মনসিংহের ত্রিশালে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আইপিএম প্রকল্পের আওতায় মডেল প্রকল্প হিসেবে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ শুরু হয়েছে।

প্রকল্পের অধীন দেশের ১০টি উপজেলায় আইপিএম মডেল ইউনিয়ন গঠনের কাজ চলছে। প্রতিটি আইপিএম মডেল ইউনিয়নের ২৫টি দলে ৮ জন নারীসহ ২০ জন করে কিষান-কিষানির সমন্বয়ে ৫০০ কিষান-কিষানি ১০০ একর জমিতে বন্ধক আকারে জৈব কৃষি ও জৈব কিটনাশক ব্যবহারের মাধ্যমে রবি মৌসুমের সবজি উৎপাদন করছেন।

রবি মৌসুমের সবজির মধ্যে রয়েছে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শসা, লাউ, মরিচ ইত্যাদি। প্রকল্পভুক্ত এসব সবজিক্ষেতে রাসায়নিক সারের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট। ক্ষতিকর পোকা-মাকড় দমনের জন্য রাসায়নিক কীটনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সেক্স ফেরোমোন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, নেট হাউস, জৈব বালাইনাশক, ইকোমেকস, বায়োট্রিন ইত্যাদি।

প্রকল্পভুক্ত কৃষকদের বিনামূল্যে সবজির চারা উৎপাদনের জন্য বীজ, কেঁচো সার, সেক্স ফেরোমোন ফাঁদ, জৈব বালাইনাশক ও নগদ অর্থ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসব ব্যবহার পদ্ধতির ওপর কিষান-কিষানিদের দুই ধাপে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শেখানো হয়েছে ফাঁদ স্থাপনের কায়দা-কৌশল।

ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে ১০০ একর জমিতে বাস্তবায়িত হচ্ছে একটি মডেল প্রকল্প। সবজির ভাইরাস বাহিত রোগ দমনে এখানে ৮টি নেট হাউসও নির্মাণ করা হয়েছে। প্রকল্প ঘুরে দেখা যায়, শুধু রামপুর ইউনিয়ন নয়, আশপাশের বিশেষ করে বালিপাড়া, ত্রিশাল, বৈলর, ধানীখোলা, কাঁঠাল ও কানিহারী ইউনিয়নের ফল ও সবজি চাষিরাও আগ্রহভরে পোকা-মাকড় দমনের এসব নতুন পদ্ধতি পর্যবেক্ষণ করছেন। তারা নিজেদের সবজিক্ষেতে এসব পদ্ধতি প্রয়োগে আগ্রহও প্রকাশ করছেন।

রামপুর গফাকুড়ি এলাকার কিষানি লিপি আক্তার বলেন, ‘এই প্রথম বিষমুক্ত নিরাপদ সবজি চাষ করছি। সরকার এ জন্য সব ধরনের কৃষি উপকরণ বিনা মূল্যে সরবরাহ করায় আমরা নারীরাও মৌসুমি সবজি উৎপাদনে বেশ আগ্রহ পাচ্ছি।কৃষক আলাল উদ্দিন বলেন, ‘রাসায়নিক সার ব্যবহার না করেও আমরা অনেক ভালো ফলন পাচ্ছি। এতে পরিবেশের ক্ষতি এড়ানো যাচ্ছে। খরচও তুলনামূলক কম পড়ছে। আবার আমাদের জমির মাটিও ভালো থাকছে।’

সমন্বিত কিটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্পাহানি এগ্রো লিমিটেডের ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মারুফ গনি বলেন, রাসায়নিক কীটনাশকের মাত্রাতিরিক্ত ব্যবহারের ভয়াবহতা ও এর ভবিষ্যৎ পরিণতি চিন্তা করে ইস্পাহানি এগ্রো লিমিটেড ২০০৯ সাল থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় জৈব বালাইনাশক সার উৎপাদন করে আসছে। বিষমুক্ত সবজি উৎপাদনে এই সার ব্যবহারে কৃষকদের আগ্রহও বাড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহম্মেদ জানান, আইপিএম পদ্ধতির সবজি আবাদে দেশে প্রথমবারের মতো ত্রিশালের রামপুর ইউনিয়নকে বাছাই করা হয়েছে। কীটনাশকের পরিবর্তে সমন্বিত বালাইনাশক পদ্ধতিতে ফসল উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে ২৫ জন করে ২০টি গ্রুপ করা হয়েছে। আর প্রতিটি গ্রুপকে ৫ একর জমিতে বিষমুক্ত নিরাপদ সবজি চাষে উদ্বুদ্ধ করা হয়েছে।

তাদের মধ্যে প্রতি গ্রুপে ৮জন নারীকে সম্পৃক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে রামপুরকে আইপিএম পদ্ধতিতে সবজি চাষে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, ‘দেশে ১০টি মডেল প্রকল্পের মধ্যে ত্রিশালের রামপুর ইউনিয়নে ১০০ একর জমিতে কাজ চলছে। আমিও একজন কৃষক হিসেবে এ প্রকল্পের সঙ্গে জড়িত থেকে কৃষকদের উদ্বুদ্ধ করছি।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম...

ফসলের ক্ষতি করে চলছে অবৈধ ব্যাটারি ইন্ডাস্ট্রি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর):

আজ শেরে বাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: আজ অবিভক্ত বাংল...

গরমে বারবার গোসল করা কি ক্ষতিকর?

লাইফস্টাইল ডেস্ক: বৈশাখের শুরু থে...

খাগড়াছড়িতে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি:

নিউইয়র্কে গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলি...

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন...

পটুয়াখালীতে দুই ইউনিয়নে ভোট শুরু 

নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি: প...

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সান নিউজ ডেস্ক: প্রতি সপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর ব...

হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাসহ সারাদেশে তীব্র তাপপ্রবাহ ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা