সারাদেশ

জেলায় জেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশজুড়ে পালিত হয়েছে। প্রায় সব জেলায় সংগঠনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দোয়া প্রার্থনা, র‌্যালি ও কেক কাটা কর্মসূচির আয়োজন করা হয়। কিছু জেলায় ভিন্ন ধরনের কর্মসূচিও পালিত হয়। তবে মাদারীপুরে দলের দুই অংশে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করতে গিয়ে সংঘর্ষের খবরও পাওয়া গেছে।

পঞ্চগড় প্রতিনিধি জানান, নানা আয়োজনে পঞ্চগড়ে দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পঞ্চগড় জেলা শাখা বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে উচ্ছ্বাস প্রকাশ করেন দলীয় নেতা-কর্মীরা।

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, সাধারণ সম্পাদক মারুফ রায়হান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের জেলা, উপজেলা ও পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

এর আগে রাত ১২ টা ০১ মিনিটে জেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বরিশাল প্রতিনিধি জানান, বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং কেক কেটে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রলীগ। এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় সদর রোডের দলীয় কার্যালয়ের পাশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে রবিবার রাত ১২টা ১মিনিটে নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং জেলা ছাত্রলীগ সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১ টার দিকে শহরের বকুলতলা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু ও ছানোয়ার হোসেন ছানু, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আকন্দ বাবু, মিজানুর রহমান সুজন প্রমুখ।

জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১ টার দিকে শহরের বকুলতলা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু ও ছানোয়ার হোসেন ছানু, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আকন্দ বাবু, মিজানুর রহমান সুজন প্রমুখ।

নোয়াখালী প্রতিনিধি জানান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বেলা ১১টায় জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ছাত্র রাজনীতির পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার আগে ও পরে ছাত্রলীগ সকল আন্দোলনের সূতিকাগার। তাই নিজেদেরকে লেখাপড়া শিখে আগামী দিনের জন্য যোগ্য হতে হবে।

এছাড়াও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্টসহ জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

ভোলা প্রতিনিধি জানান, ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে ভোলা জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের বাংলা স্কুল মোড় থেকে একটি বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ র‌্যালিতে অংশ নেন। ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব ও এনামুল হক আরজু র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে র‌্যালি শেষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, ভোলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদুল আলম আবিদ, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন, ছাত্রলীগের সাবেক সিনিয়র সভাপতি তৈয়বুর রহমান, আসিফ মাহামুদ মার্শেল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন, মাসরুর নিলয়, রাইহান আহমেদ, নেওয়াজ শরীফ কুতুব, হিমেল মাহামুদ, জাকারিয়া হোসেন অমি প্রমুখ।

হিলি প্রতিনিধি জানান, দিনাজপুরের হিলিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, কেককাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

হাকিমপুর উপজেলা পৌর ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের আয়োজনে সোমবার সকাল ৯টায় হিলি বাজারের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর পরে বঙ্গবন্ধুসহ সকল নিহতের রুহের মাগফেরাত কামনা করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা হয়।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসাধারণের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয় ও রাতে ঘুরে ঘুরে গরিব, অসহায়, দুস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ছাত্রলীগের পক্ষ থেকে।

এসময় সেখানে হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌরমেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, সাধারণ সম্পাদত নাসিম আহম্মেদ টুকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মণ্ডল, সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাধারণ সম্পাদক অনিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজলসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

মাদারীপুর সংবাদদাতা জানান, মাদারীপুরের কালকিনিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আলোচনা সভায় এক জুনিয়র নেতার নাম আগে ঘোষণা করাকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনার সৃষ্টি হয়। এসময় চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুর হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সার্কিট হাউস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় পুরো অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রলীগের সিনিয়র ও জুনিয়রদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্থানীয় সার্কিট হাউস চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বি এম জুবায়ের হোসেনের সঞ্চালনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

তারা জানান, সভার শুরুতে ছাত্রলীগের সিনিয়র নেতাদের নাম মাইকে আগে ঘোষণা দেওয়ার প্রচলিত নিয়ম ভেঙে জুনিয়র নেতাদের নাম ঘোষণা দেওয়া হয়। এরই জের ধরে ছাত্রলীগের একাংশ ক্ষিপ্ত হয়। এরপর দুপক্ষে উত্তেজনার সৃষ্টি হলে উভয়পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে এবং ভাঙচুরের ঘটনা ঘটায়। পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক ও বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

মোরেলগঞ্জে পিআর পদ্ধতির দাবীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ 

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটেরমোরেলগঞ্জ জামায়াত...

মোরেলগঞ্জে বৈধ লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়াই চলছে ফার্মেসী, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানের হা...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

বাগেরহাটে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের ভেড়িতে লবণাক্ত জমিতে মিষ্টি কুমড়ার বাম্পার...

 লক্ষ্মীপুর নারীকে জবাই করে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুরে রাশেদা বেগম নামে এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহত নারী রা...

মোরেলগঞ্জে পিআর পদ্ধতির দাবীতে জামায়াত ইসলামীর বিক্ষোভ ও সমাবেশ 

পি আর পদ্ধতিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটেরমোরেলগঞ্জ জামায়াত...

মোরেলগঞ্জে বৈধ লাইসেন্স ও ফার্মাসিস্ট ছাড়াই চলছে ফার্মেসী, স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

বাগেরহাটেরমোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানের হা...

আসামীকে নির্যাতনের দায়ে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ 

মাদারীপুরের রাজৈরে ইলিয়াছ খালাসী নামের এক আসামিকে শারীরিক নির্যাতনের অভিযোগে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা