সারাদেশ

স্টেশনের গ্যাস সিলিন্ডারে যাচ্ছে কারখানায়, দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জে সিএনজি স্টেশনের গ্যাস সিলিন্ডারে যাচ্ছে বিভিন্ন কারখানায়। ছোট ছোট গুচ্ছ সিলিন্ডার ছাড়াও কাভার্ডভ্যানে সিএনজি গ্যাস সরবরাহ হচ্ছে। এভাবে ঝুঁকি নিয়ে গ্যাস সরবরাহ করা নিষেধ থাকলেও তা মানছে না সিএনজি ফিলিং স্টেশনগুলো।

সংশ্লিষ্টদের ম্যানেজ করে ঝুঁকি নিয়ে গুচ্ছ সিলিন্ডারে গ্যাস সরবরাহ হচ্ছে প্রতিদিন। তিতাস কর্তৃপক্ষ কর্তৃক গ্যাস সংযোগ না পেয়ে এভাবেই সিলিন্ডারে গ্যাস নিয়ে কারখানা কিংবা প্রতিষ্ঠানে বাণিজ্যিকভাবে এ গ্যাস ব্যবহার করছে যা বেআইন। এ বিষয়ে প্রশাসনের অভিযান না থাকায় দিন দিন বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। আর এভাবে গ্যাস সরবরাহ করায় কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

জানা যায়, নারায়ণগঞ্জ-আদমজী সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থিত রাইয়ান সিএনজি থেকে গুচ্ছ ও কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডারে নিয়মিত গ্যাস সরবরাহ করার অভিযোগ দীর্ঘদিনের। এসব গ্যাস সিলিন্ডার একাধিক পোশাক কারখানাসহ বিভিন্ন কারখানায় ব্যবহৃত হচ্ছে। সরকারিভাবে এসব কারখানা গ্যাসের সংযোগ না পেয়ে ৩টি, ৪টি অথবা ১২টি সিলিন্ডার একসাথে গুচ্ছ আকারে কিংবা কাভার্ডভানে ১৫ থেকে ১৮টি সিলিন্ডার বসিয়ে অবৈধভাবে স্টেশন থেকে গ্যাস নিয়ে কারখানায় বাণিজ্যিকভাবে ব্যবহার করছে।

অসাধু সিএনজি স্টেশনের লোকজন তিতাসের সংশ্লিষ্টদের ম্যানেজ করে দীর্ঘদিন এ ধরনের অবৈধ কর্মকাণ্ড করে আসছে। এ স্টেশন থেকে প্রতিরাতেই ১৫ থেকে ২০টি প্রতিষ্ঠানের সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা হয় বলে জানা গেছে।

রাতে সরেজমিনে গেলে এর সত্যতা পাওয়া যায়। এসময় সিলিন্ডারে গ্যাস নিতে আসা নাম প্রকাশ না করার শর্তে কাভার্ড ভ্যান চালক জানান, আমরা একটি পোশাক কারখানা থেকে এসেছি। কারখানার মালিকের নির্দেশে নিয়মিতই এভাবে গ্যাস নিয়ে যাচ্ছি।

এরপর ইজিবাইক দিয়ে সিলিন্ডার নিয়ে আসা একজন চালক জানান, আমি নিয়মিত ৩টি লিসিন্ডারে গ্যাস নিয়ে যাই। পথে আমাকে কেউ বাধা দেয় না। এভাবে সিলিন্ডার বহন করা ঝুঁকিপূর্ণ এবং সরকারিভাবে নিষিদ্ধ থাকা সত্বেও দীর্ঘদিন ধরে সিলিন্ডারে গ্যাস সরবরাহ করছে রাইয়ান সিএনজি স্টেশনটি।

এ বিষয়ে রাইয়ান সিএনজি স্টেশনের ম্যানেজার জাহাঙ্গীর এভাবে গ্যাস সরবরাহ করা অবৈধ স্বীকার করে জানায়, শিল্প প্রতিষ্ঠান মালিকরা গ্যাস লাইন সংযোগ না পেয়ে সিলিন্ডারে গ্যাস নিয়ে কারখানা চালাচ্ছেন। এ বিষয়ে তিনি আর কিছুই বলতে রাজি হননি।

নারায়ণগঞ্জ তিতাসের ডিজিএম মমিনুল হক জানায়, সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করা অবৈধ। কোন সিএনজি স্টেশন কর্তৃপক্ষ এভাবে গ্যাস সরবরাহ করছে জানতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, এ বিষয়টি তিতাস কর্তৃপক্ষের। তারপরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনএসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

মুন্সীগঞ্জে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে...

কেশবপুরে ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে মারধর ও ঘুষ দাবির অভিযোগ

যশোর জেলার কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সেবা নিতে গিয়ে এক স...

'ঢাকা লকডাউন' আহ্বানে ফরিদপুরে আ.লীগ নেতা ও মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার

আগামী ১৩ নভেম্বর 'ঢাকা লকডাউন' কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে ফেসবুকে...

পাহাড়ে চাঁদাবাজির অর্থ ব্যবহৃত হচ্ছে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহে

পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো বিভিন্নভাবে নিয়মিত চাঁদাবাজির মাধ্যমে অর্থ...

শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানম...

দেশের বাজারে আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস গাড়ি

দেশের বাজারে সম্পূর্ণ নতুন এইচএস সিরিজের গাড়ি আনতে যাচ্ছে স্বনামধন্য ব্রিটিশ...

বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির...

বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় ৫ ইউপি চেয়ারম্যান আসামি

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।...

ফুলবাড়ীর পল্লীতে এক অসহায় পরিবারের বাড়ি ভাংচুর ও লুটপাট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের শত্রুতার জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা