সারাদেশ

এনজিওকর্মীর কব্জি কেটে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীতে এনজিওকর্মী শান্তা আক্তারের (৩১) হাতের কবজি বিচ্ছিন্ন করে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার রাতে র‌্যাব-১১-এর একটি দল ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‍্যাব বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় গ্রেফতার চার জনের মধ্যে দুজন সরাসরি জড়িত, অন্য দুজন তাদের সহযোগী। তারা হলেন- মো. রুবেল মিয়া (২৬), আবদুল বাদশা মিয়া (২২), মাহাবুবা আক্তার মেরিনা (২২) ও মিঠি বেগম (২৬)। অভিযানের সময় সহযোগীদের কাছ থেকে ছিনতাই করা এক লাখ ৯১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া সিসি ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে রুবেলের পরা গেঞ্জি, বাদশার মাথার ক্যাপ ও ভুক্তভোগী নারীর মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার নরসিংদী সরকারি মহিলা কলেজের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই বেসরকারি উন্নয়ন সংস্থা আশার বাজিরমোড় শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেন শিকদার বাদী হয়ে অজ্ঞাত দুজনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন। শান্তা আক্তার শহরের পশ্চিম ঘোড়াদিয়ার সংগীতা এলাকার মো. বাবু নাজিরের স্ত্রী। তিনি আশার বাজিরমোড় শাখার একজন ঋণ কর্মকর্তা হিসেবে পাঁচ বছর ধরে কাজ করছেন বলে জানায় সংস্থাটি।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, তারা সবাই পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে। তাদের মধ্যে রুবেলের নামে ৪টি, বাদশার নামে ৮টি এবং মিঠি বেগমের নামে ২টি মামলা আছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা