নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে জেলার আইনজীবীরা।
এসময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমানসহ বেশ কয়েকজন আইনজীবী বক্তব্য রাখেন।
বক্তারা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য্য ভাংচুরের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সান নিউজ/বিকে/এনকে
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            