সারাদেশ

ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে সিলেটে বিভাগীয় সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : দেশে ধর্ষণ মহামারি, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও বিচারহীনতার প্রতিবাদে ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, সিলেট’র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেট বিভাগের চার জেলা থেকে শত শত প্রগতিশীল ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় ধর্ষণ বিরোধী স্লোগানে মুখরিত হয় সমাবেশ স্থল।

উদীচী সিলেট জেলা সংসদের সভাপতি এনায়েত হাসান মানিকের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাসের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য সরোজ কান্তি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ মইনুদ্দিন, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বাংলাদেশ যুব কেন্দ্রীয় সদস্য নিরঞ্জন দাস খোকন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য নাজিকুল ইসলাম রানা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেট জেলার সমন্বয়ক প্রণব জ্যাতি পাল, নারী মুক্তি কেন্দ্রের সিলেট জেলার আহ্বায়ক তাহমিনা আহমদ, যুব ইউনিয়ন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক রুবাইয়াত আহমদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার বিভাগীয় ইনচার্জ রেহনুমা রোবাইয়াত, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলার সভাপতি আসাদ মনি, মহিলা ফোরাম মৌলভীবাজার জেলার সংগঠক মাসুমা খানম, ছাত্র ফ্রন্টের সিলেট নগরের সংগঠক ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ ।

এ সময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, বাসদ কেন্দ্রীয় বর্ধিত পাঠচক্র ফোরামের সদস্য অ্যাডভোকেট মইনুর রহমান মগনু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সদস্য অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সোয়েব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য সুবিনয় রায় শুভ, দুষ্কাল প্রতিরোধে আমরার সংগঠক আব্দুল করিম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,‘বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে একের পর এক খুন, ধর্ষণের ঘটনা ঘটছে। বর্তমান সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ। এবস্থায় দেশের জনগণকে রাজপথে নেমে আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করতে হবে। '

সমাবেশে বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধে যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই চেতনার বিপরীতে ক্ষমতা কেন্দ্রীয় রাজনীতির কারণে আজ বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধে যে তরুণেরা জীবনবাজি রেখে মা-বোনের সঙ্গম রক্ষার করেছিল সেই তরুণেরা অপরাজনীতি ও মূল্যবোধহীন সংস্কৃতির কারণে আজকের তরণরা যুবারা ধর্ষণ, নারী নিপিড়নের মতো ঘটনায় যুক্ত হচ্ছে।

বক্তারা, এই বিচারহীনতার সংস্কৃতি ও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বিপরীতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তরায় প্রাইভেটকারে অপহরণ; ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২

রাজধানীর উত্তরা এলাকায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভে...

আমাকে চেয়েছিলো যুদ্ধাপরাধী মামলার আসামী বানাতে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সরকারের সময় তিনবার...

ভালুকায় সৌন্দর্য বাড়াতে ইউএনও’র ‘নিজ খরচে’ সবুজ বিপ্লব

ভালুকা উপজেলার পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নি...

কালীগঞ্জে ফিল্মিস্টাইলে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জে...

সড়কহীন ৩৪ কোটি টাকার সেতু

সেতু আছে কিন্তু সংযোগ সড়ক করা হয়নি এমন সেতু ফেনীতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা