সারাদেশ

ফেনীতে ধর্ষণ বিরোধী লংমার্চে হামলা

নিজস্ব প্রতিবেদক, ফেনী :

সারাদেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, নির্যাতন ও অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে ৯দফা দাবিতে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশে লংমার্চকারীদের ওপর ফেনীতে হামলা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ফেনী শহরের শান্তি কোম্পানির মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

একদল সশস্র যুবক এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়। লংমার্চে থাকা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদরি জয় সান নিউজ প্রতিবেদককে বলেন, হামলায় আমাদের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে। তিনি বলেন, ফেনীতে সমাবেশ শেষে নোয়াখালীর পথে রওনা দেওয়ার সময় বাসে ওঠার পূর্বে লাঠিসোঁটা ইট নিয়ে এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে হৃদয়, আনিকা, ইমার নাম জানা গেছে।

হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী বলে স্থানীয় প্রতক্ষ্যদর্শীদের বরাত দিয়ে অভিযোগ করেন জয়। তবে এই অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

লংমার্চের প্রায় ছয়টি গাড়ি ভাংচুর করা হয় বলে কর্মসূচিতে থাকা ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ থাকলেও এসময় নিশ্চুপ ছিল বলে অভিযোগ করেন তিনি। হামলার বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন সান নিউজকে বলেন, “হামলাকারীদের প্রতিরোধ করা চেষ্টা করা হয়েছে। ঘটনার পর লংমার্চে অংশকারীদের নোয়াখালী পাঠানো হয়েছে।”

সারাদেশে অব্যাহত নারী নির্যাতন,ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে দেশব্যাপী গণজাগরণ তৈরির লক্ষ্যে শুক্রবার (১৭ অক্টোবর) নোয়াখালীর পথে এই লংমার্চ শুরু করে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে। বাংলাদেশ বাম ছাত্র সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও নারী সংগঠন এতে যোগ দিয়েছে।

ধর্ষণের বিরুদ্ধে লংমার্চ নোয়াখালীর পথে : শনিবার (১৭ অক্টোবর) বিকালে নোয়াখালী শহরে সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। যে জেলায় বিবস্ত্র করে এক নারীকে নির্যাতনের পর সারাদেশে নিন্দার ঝড় বইছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উত্তেজনা চাই না, কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে স্পষ্ট বার্তা দিলেন রাজনাথ সিং

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, বাং...

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, কেউ নিয়ে যাবেন’– হাসপাতালের শিশু

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে সম...

যারা গণভোট চাপিয়ে দিতে চাইছে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: ফখরুল

গণভোট হলে জাতীয় নির্বাচনের দিনই হতে হবে, আলাদাভাবে...

মনোনয়নে ‘আউট’, ধানক্ষেতে রিভিউ: ভাইরাল বিএনপি নেতার প্রতিবাদ

ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল দলীয়...

নতুন লুকে ‘গোঁফ’ নিয়ে হাজির শাকিব খান

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর এতে দর...

ঘরোয়া লিগ না হওয়ায় ক্ষুব্ধ নেপালি ফুটবলারদের বিক্ষোভ

গত দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নেপাল ফুটবলের 'এ' ডিভিশন লিগ। এ...

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে ও ম...

দেশের সব উপজেলায় সাপের কামড়ের ওষুধ পাঠানোর নির্দেশ

দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে ওষুধ প্রশাসন অধিদপ্তর সাপের কামড়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা