মাদারীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে আত্মঅনুসন্ধান ও আত্মসমালোচনা বিষয়ক আলোচনাসভা, কল্যাণমূলক সেবা ও সহায়ক উপকরণ বিতরণ, ঋণ বিতরণ এবং দুস্থ রোগীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।
জেলা সমাজসেবা কার্যলয়ের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো. শহীদুল ইসলাম মুন্সী এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এস.এম. খলিলুজ্জামান। সভা সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক মো. আফজাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী নোমান, রেজিস্ট্রেশন অফিসার মো. জাবেদ হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দিবস উপলক্ষে ১৭৬ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর মধ্যে এককালীন ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। রাজৈর উপজেলার ১০ জন ব্যক্তিকে ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে ২টি অটোভ্যান ও ৮টি চায়ের দোকান নির্মাণ ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। শহর সমাজসেবা কার্যালয়ের ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপকারভোগী ৩৪ জনের মধ্যে ১৭ লক্ষ টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
উক্ত দিবস উপলক্ষে মাদারীপুর জেলার সমাজসেবা অধিদপ্তরের শতাধিক কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে থেকে ৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে শ্রেষ্ঠ সমাজকর্মী হিসেবে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
সাননিউজ/আরপি