প্রয়াত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে এবং পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর বার্ষিক আয় ১০ লাখ ৮ হাজার ৬৮৭ টাকা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, মাসুদ সাঈদীর স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৩৬ লাখ ২৭ হাজার ৯৯৭ টাকা। পাশাপাশি তাঁর ওপর নির্ভরশীলদের বার্ষিক আয় ৮ লাখ ৮৮ হাজার ৫০৯ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
হলফনামা সূত্রে জানা যায়, মাসুদ সাঈদীর নামে পিরোজপুর, ঢাকার রামপুরা ও শাহবাগ থানায় মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন।
সম্পদের বিবরণে উল্লেখ করা হয়, তাঁর কাছে নগদ অর্থ রয়েছে ২৬ হাজার ৮২৩ টাকা। ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি হিসাবে জমা আছে ২৩ লাখ ৮৯ হাজার ৪২১ টাকা। এছাড়া তাঁর ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য, ৩০ হাজার টাকার আসবাবপত্র এবং ৬২ লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে। তাঁর কাছে ১০ ভরি এবং তাঁর স্ত্রীর কাছে ২০ ভরি স্বর্ণালংকার রয়েছে।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, বিদেশি রেমিট্যান্স হিসেবে তাঁর নামে রয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ১৩৩ টাকা। মাসকাট ফুড অ্যান্ড বেভারেজ এলএলসিতে তাঁর ৫ শতাংশ অনারারি শেয়ার রয়েছে। ব্যাংক ও অন্যান্য খাতে নেওয়া ব্যক্তিগত ঋণ বাবদ মাসুদ সাঈদীর মোট দায় ২০ লাখ টাকা। এছাড়া ইসলামী ব্যাংক পিএলসি’র মৌচাক শাখা থেকে নেওয়া ৩৬ লাখ ৩ হাজার টাকার একটি ঋণের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
হলফনামা অনুযায়ী, সর্বশেষ অর্থবছরে তিনি ৬ হাজার ৮০৬ টাকা আয়কর পরিশোধ করেছেন।
সাননিউজ/আরপি