ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
শনিবার( ৩ জনুয়ারি) বেলা ১১:৩০ টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এরইমধ্যে তাসনিম জারা ইসিতে আপিল করার প্রক্রিয়া শুরু করেছেন।
মনোনয়নপত্র বাতিল হওয়ার পেছনের কারণ হিসাবে তাসনিম জারা বলেন, দুইজন ভোটারের তথ্য যাচাইয়ে গরমিল ধরা পড়েছে। তিনি ব্যাখ্যা করেন, “এই দুইজনের মধ্যে একজনের পক্ষে বোঝা সম্ভব ছিল না যে তিনি ঢাকা-৯ আসনের ভোটার নন। আরেকজনের ক্ষেত্রে এসআইডি-র হার্ড কপিতে ঠিকানা অনুযায়ী তিনি আসলেই ঢাকা-৯ আসনের ভোটার ছিলেন, কিন্তু নির্বাচন কমিশনের তথ্যভান্ডারে তা প্রতিফলিত হয়নি।”
তাসনিম জারা একজন চিকিৎসক এবং তার হলফনামা অনুযায়ী ব্যক্তিগত সম্পদ ও আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে, তার মোট সম্পদ ১৯ লাখ টাকারও বেশি। বছরে তার আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। ব্যাংকে তার আমানত রয়েছে ১০ হাজার ১৯ টাকা, হাতে নগদ আছে ১৬ লাখ টাকা, এছাড়া ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। তাসনিম জারার অলংকারের মূল্য আনুমানিক আড়াই লাখ টাকা। স্বামী খালেদা সাইফুল্লাহ-এর হাতে নগদ আছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। বিদেশে তার আয় ৩২০০ পাউন্ড এবং স্বামীর বিদেশি আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড।
হলফনামার তথ্য অনুযায়ী, তাসনিম জারার কোনো বাড়ি, ফ্ল্যাট বা কৃষি/অকৃষি জমি নেই। আয়কর বাবদ তিনি ৩৪ হাজার ৫৭ টাকা পরিশোধ করেছেন।