ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকার বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সমন্বয়ে ‘ঢাকা শহরের বাড়ি ভাড়া’ সংক্রান্ত প্রথমবারের মতো গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এই সভা আয়োজনের জন্য নোটিশ প্রদান করেছেন। আগামী ২৭ নভেম্বর দুপুর দেড়টায় নগর ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
ভোক্তা অধিকার সংস্থা কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জানায়, গত ২৫ বছরে রাজধানীতে বাসা ভাড়া প্রায় ৪০০ শতাংশ বেড়েছে। একই সময়ে নিত্যপণ্যের দাম যতো বেড়েছে, সেই তুলনায় বাসা ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। ক্যাবের আরও এক পরিসংখ্যানে বলা হয়, ঢাকার ভাড়াটিয়াদের মধ্যে ২৭ শতাংশ আয়ের প্রায় ৩০ শতাংশ, ৫৭ শতাংশ আয়ের প্রায় ৫০ শতাংশ, এবং ১২ শতাংশ আয়ের প্রায় ৭৫ শতাংশ ব্যয় করেন বাসা ভাড়া পরিশোধে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খাদ্যনিরাপত্তা পরিসংখ্যান-২০২৩ অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকায় ৭২ শতাংশ মানুষ ভাড়া বাসায় থাকেন। নিজের বাসায় থাকেন মাত্র ২৫ দশমিক ৮৫ শতাংশ। সিটি কর্পোরেশন এলাকায় বাইরে অন্যান্য শহরে ভাড়া বাসায় বসবাসকারীর সংখ্যা ১৮ শতাংশ। এছাড়া দেশে ভাড়া ছাড়াই থাকেন মাত্র ১ দশমিক ৯৬ শতাংশ মানুষ।
বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত শহরে বাসা ভাড়া ৫ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ঢাকায় বর্তমানে আড়াই কোটিরও বেশি মানুষ বসবাস করছে। প্রতি বছর রাজধানীতে নতুন করে যুক্ত হচ্ছে ছয় লাখ ১২ হাজার মানুষ, যা দৈনিক হিসেবে এক হাজার ৭০০ জন। আয়তন ও জনসংখ্যার দিক থেকে ঢাকা পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের একটি। এখানে প্রতি বর্গকিলোমিটারে বাস করছে ৪৩ হাজার ৫০০ মানুষ।
ডিএনসিসি আশা করছে, মালিক ও ভাড়াটিয়াদের মধ্যে এই বৈঠক ভাড়া সংক্রান্ত সমস্যার সমাধান ও সমন্বয় সাধনে সহায়ক হবে এবং বাড়িভাড়া বৃদ্ধির চাপ কিছুটা হ্রাস পাবে।
সাননিউজ/এও