দেশের স্বাস্থ্যখাতে ডাক্তারদের বেতন ও কর্মসংস্থান পরিস্থিতি ‘দুঃখজনক’ ও ‘অযৌক্তিক’ উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বহু চিকিৎসা শিক্ষা সম্পন্ন ডাক্তার প্রতি মাসে মাত্র ১৫–২০ হাজার টাকায় বিভিন্ন ক্লিনিকে চাকরি করছেন। তিনি এই পরিস্থিতিকে স্পষ্টভাবে ‘আন্ডার অ্যামপ্লয়মেন্ট সংকট’ হিসেবে বর্ণনা করেছেন।
রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা ড্যাব আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমীর খসরু। তিনি বলেন, “আজকে ১৫–২০ হাজার টাকার বেতনে ডাক্তাররা বিভিন্ন ক্লিনিকে চাকরি করছেন। এত বছর পড়াশোনা করে কি এই বেতনের চাকরির জন্যই ডাক্তারি পাস করা হয়েছে? এটি আন্ডার অ্যামপ্লয়মেন্ট।”
তিনি আরও উল্লেখ করেন, যোগ্যতা, প্রশিক্ষণ ও দীর্ঘ শিক্ষাজীবন থাকা সত্ত্বেও ডাক্তাররা এমন চাকরি করছেন যা তাদের দক্ষতা ও শ্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই পরিস্থিতি শুধু ডাক্তারদের নয়, দেশের কর্মসংস্থান কাঠামোর অসামঞ্জস্যেরও প্রতিফলন।
আমীর খসরু জানান, বিএনপি স্বাস্থ্য খাতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে, যা তিনটি মূল দিক নিয়ন্ত্রণ করবে— আত্মকর্মসংস্থান, দেশের অভ্যন্তরে কর্মসংস্থান বিস্তৃতি এবং বিদেশে দক্ষ চিকিৎসাকর্মী প্রেরণ। তিনি আশা প্রকাশ করেন, দক্ষ জনশক্তি সঠিকভাবে কাজে যুক্ত হলে দেশেই বিপুল কর্মসংস্থান তৈরি হবে এবং বিদেশেও বাংলাদেশের চিকিৎসা খাতের চাহিদা বৃদ্ধি পাবে।
তিনি বলেন, “কর্মসংস্থানের কাঠামো পরিবর্তন না হলে শিক্ষিত তরুণদের হতাশা বাড়তে থাকবে, আর দেশের মানবসম্পদও অপচয় হবে। এজন্য এমন একটি কাঠামো তৈরি করতে হবে, যেখানে একজন ডাক্তার বা স্বাস্থ্যকর্মী তার যোগ্যতা অনুযায়ী সম্মানজনক কাজে যুক্ত হতে পারেন।”
সাননিউজ/এও