দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চত্বরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের আত্ম ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ছাগল বিতরণ অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলা চত্বরে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী উপস্থিত থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মহিবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. সজীব হাওলাদারসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ।
উক্ত প্রকল্পের আওতায় ৭টি ইউনিয়নে ১৯৬টি পরিবারের মাঝে দুটি করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল প্রদান করা হয়।
সাননিউজ/আরপি