স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ করছেন। ফলে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগে বন্ধ রয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করছেন তারা। দুপুর ১টার দিকে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও কর্মসুচি চলতে দেখা গেছে।
এ অবস্থায় উভয় প্রান্তে ঢাকা ও উত্তরাঞ্চলগামী ছয়টি ট্রেন আটকা পড়েছে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।
সিডিউল বিপর্যয়ের আশঙ্কা করে তিনি বলেন, “ব্লকেডের কারণে ছয়টি ট্রেন রাস্তায় আটকা পড়েছে। এরমধ্যে শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস, ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ও পাবনার চাটমোহরে ঢাকাগামী তেলবাহী ট্রেন দাঁড়িয়ে অপেক্ষা করছে।”
অবরোধের স্থায়ীত্ব আরও বাড়লে বড় ধরণের সিডিউল বিপর্যয়ের আশংকা করেছেন তিনি।
এদিকে শিক্ষার্থীদের রেল ব্লকেড চলাকালে বক্তব্য রাখেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, আব্দুল মমিন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুজানা, হাসান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবিদ, সৃষ্টি ব্যানার্জি সাদমান ও ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মুইজ।
তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবীতে ২৬ জুলাই থেকে লাগাতার আন্দোলন করছেন তারা। এ অবস্থায় রোববার হাটিকুমরুল গোলচত্বরে এলাকায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেই দিন দাবি মানতে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল।
এরপরও সরকারের কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করা হয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। ভাড়া ভবনে চলছে কার্যক্রম চলছে। এতে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এভাবে আর চলতে পারে না। আমরা স্থায়ী ক্যাম্পাস চাই।
তারা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ দাবির বিষয়ে স্পষ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, তারা ঘরে ফিরে যাবেন না।
এসময় ডিপিপি পাস না হওয়ায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরোধিতাকে দায়ী করে তাঁর পদত্যাগ দাবিও করেন শিক্ষার্থীরা।
সাননিউজ/এসএ