লক্ষ্মীপুরে খানাখন্দভরা সড়কগুলো মেরামতের উদ্যােগ না নেওয়া এবং সড়ক ও জনপদের ঘুমন্ত কর্মকর্তাদের জাগ্রত করার লক্ষ্যে প্রতীকী গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৪ জুলাই) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ের সামনে 'বিভিন্ন সড়কে চলাচলকারী ভুক্তভোগী জনগণের ব্যানারে এ আয়োজন করা হয়।
এসময় তারা বলেন, লক্ষ্মীপুরের বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন যাবত কোনো উদ্যােগ নিচ্ছে না কর্মকর্তারা। এ অফিস প্রধান এবং তার ড্রাইভার এবং কম্পিউটারম্যানের কাছে জিম্মি। আমরা তাদেরকে জাগ্রত করার লক্ষ্যে আজকে এ প্রতীকী জানাজা করেছি। আগামীতে কোনো উদ্যােগ না নিলে আমরা কঠোর আন্দোলন করবো। এসময় তারা প্রধান নির্বাহীর পদত্যাহ সহ নানা স্লোগান দেন।
গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আবুল হাসান সোহেল, বায়েজিদ,আরিয়ান রায়হান, আরমান হোসাইন সহ আরো অনেকে।
এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগে অফিসে গিয়ে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।
সান নিউজ/এসএ