কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সারাদেশ

মাদক সম্রাট সাখাওয়াতের রমরমা মাদক বাণিজ্য

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

লোকসম্মুখে মসজিদে দাঁড়িয়ে তওবা করে ঘোষণা দিয়ে ছেড়েছিলেন মাদক ব্যবসা। বলেছিলেন আর কোনদিন ধরবেন না মাদক, করবেন না ব্যবসা। কিছুদিন রক্ষাও করেছিলেন সেই তওবা। কিন্তু সেই এখন কালীগঞ্জের এক নয়, দুই নয় ১৩টি বড় মাদক স্পটের নিয়ন্ত্রক, বড় ডিলার। গ্রামের কৃষককে বানিয়েছেন বিক্রেতা, গাড়ির চালককে বানিয়েছেন বাহক, তরুণদের বানিয়েছেন গ্রহিতা আর নিজে হয়েছেন মাদক সম্রাট। স্থানীয়রা প্রতিকার চাইলেও ওপর মহলে দফারফা করে চালাচ্ছেন নিজের মাদক ব্যবসা। বলছি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি এলাকার মাদক সম্রাট মো. সাখাওয়াত হোসেনের (৩৮) কথা।

অভিযুক্ত মাদক সম্রাট মো. সাখাওয়াত হোসেন উপজেলার দুর্বাটি এলাকার মৃত মো. হাফিজ উদ্দিনের ছেলে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ৫ আগষ্ট রাজনীতির পট পরিবর্তনের পর প্রশাসনের হাত থেকে নিজেকে বাঁচাতে দ্বারস্থ হন সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দের সাথে। তার সহযোগীতায় জুমার নামাজের আগে মসজিদে দাঁড়িয়ে তওবা করে বলেছিলেন আর কোনদিন নিজেকে জড়াবেন না মাদক ব্যবসায়। এমনকি নিজেও গ্রহণ করবেন না মাদক।

বিশ্বাস করেছিলেন এলাকাবাসী, দিয়েছিলেন সংশোধনের সুযোগ। সেই সহজ সুযোগকে কাজে লাগিয়ে এখন হয়ে গেছেন কালীগঞ্জের মাদক সম্রাট। কয়েকগুণ বাড়িয়েছে ব্যবসার পরিধি। আগে শুধু নিজ এলাকাতে মাদকের ব্যবসা পরিচালনা করলেও এখন সে পার্শ্ববর্তী সকল উপজেলায় মাদক সরবরাহ করছে বলেও জানান এলাকাবাসী।

সাখাওয়াত হোসেনের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত দুর্বাটি এলাকার আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে হৃদয় ভূঁইয়া এবং একই এলাকার মৃত মো. মোশারফ হোসেনের ছেলে বিদেশ ফেরত প্রবাসী মো. মোফাজ্জল হোসেন। তারা প্রশাসনের তোয়াক্কা না করে প্রকাশ্যে স্থানীয় মাদকসেবীদের কাছে মাদক সরবরাহ করছে। আর এতে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ।

জানা গেছে, পৌর ১নং ওয়ার্ডের দুর্বাটি ও বাঙ্গালহাওলা এলাকার প্রায় ১৩টির বেশি স্পটে বিক্রি হচ্ছে মাদক। স্পটগুলো হলো, বাঙ্গালহাওলা ব্রিজের পূর্ব পাশের তমির ভিটা ও এর আশপাশ, গণি মিয়ার পুকুর পাড়, বাঙ্গালহাওলা সাধুর হাট, তুমিলিয়া রেল ব্রিজ, বাঙ্গাল হাওলা খ্রিস্টান পাড়ার একাংশ, দুর্বাটি ঈদগাহ সংলগ্ন শিমুলতলা, দুর্বাটি ফকির বাড়ি, দুর্বাটি উত্তর পাড়ার একাংশ, দুর্বাটি উত্তরপাড়া সংলগ্ন ফারুক চেয়ারম্যনের সড়ক, মাদক কারবারী হৃদয় ভূঁইয়ার নিজ বাড়ি, দুর্বাটি বৈরাইলের টেক এলাকার একাংশ, দুর্বাটি মাদ্রাসা মোড়। এসব স্পটে ইয়াবা, গাঁজা এবং চোলাইমদসহ বিভিন্ন মাদকদ্রব্য প্রকাশ্যেই সাখাওয়াতের নেতৃত্ত্বে বিক্রি করছে তার সহযোগীরা। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন, কেউ মাদকের ব্যাপারে সোচ্চার হলে তাকে বিভিন্ন ভাবে হেনস্তার শিকার করা হয়, দেখানো হয় নানারকম ভয়ভীতি।

সন্ধ্যার পর থেকে প্রতিটি স্পটে আনাগুনা বেড়ে যায় মাদকসেবীদের। জমে উঠে মাদকের আখড়া। তবে স্থানীয়রা কয়েকদিন সেসব স্পটে পাহাড়ার ব্যবস্থা করলেও তাতে তেমন সুফল আসেনি। এদিকে এ ব্যপারে প্রশাসন যেন নির্বিকার।

অনুসন্ধানে আরো জানা গেছে, মাদকসেবী সন্তান মাদকের টাকা জোগাড় করতে না পেরে তার বাবার একমাত্র সম্বল গোয়ালের গরু নিয়ে বিক্রি করে দিয়েছে। স্ত্রীর জমানো টাকা না দেওয়ায় মাদকাসক্ত স্বামী পিটিয়ে গুরুতর আহত করেছে স্ত্রীকে। এছাড়াও ঐ এলাকা এবং তার আশেপাশে প্রতিনিয়ত বেড়েই চলছে চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, সাখাওয়াত মসজিদে দাঁড়িয়ে এলাকার মুসল্লিদের সামনে প্রতিজ্ঞা করেছিল যে, সে আর এসব কাজ করবেনা। কিন্তু সে তার কথা রাখেনি। এখন তার জন্য আমরা আত্নীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারিনা। যেখানে যাই সেখানেই বলে আমরা মাদক কারবারীদের এলাকার লোক। মান-সম্মান আর কিছুই রইলো না।

অপর ব্যাক্তি জানান, সাখাওয়াত, মোফাজ্জল এবং হৃদয় এই এলাকায় মাদকের বিস্তার ঘটিয়েছে। তারা কাউকেউ তোয়াক্কা করেনা। এলাকার ছোট ছোট বাচ্চারাও হয়ে পড়ছে মাদকাসক্ত, বাড়ছে অপরাধ প্রবণতা। এ থেকে এলাকাবাসী পরিত্রাণ চায়।

এ ব্যাপারে পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন বলেন, আমি জনসচেতনতা তৈরীর লক্ষ্যে প্রতিটি মসজিদে মাদকের ভয়াবহতা এবং তা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আবেদন জানিয়ে আসছি। সিদ্ধান্ত নিয়েছি উঠান বৈঠক করার। সাখাওয়াতকে মাদক ব্যবসা থেকে সরিয়ে আনার জন্য যা যা করণীয় তার সবই করার চেষ্টা করেছি। কিন্তু সে মসজিদে দাঁড়িয়ে কথা দিয়েও তা রক্ষা করেনি। আমরা চাই আইন প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুক, আমরা তাদের পূর্ণ সহযোগীতা করবো।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, মাদকের ব্যাপারে এখন পর্যন্ত আমি সর্বোচ্চ অভিযান পরিচালনা করেছি। বিষয়টি আগে জানা ছিলো না, অভিযুক্তদের ব্যাপারে খুব শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। আমরা স্থানীয়দের আশ্বস্ত করতে চাই, থানা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারী যতই শক্তিশালী হোক তাদের নির্মুল করা হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রশাসনে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে : রিজভী

ধর্মভিত্তিক একটি দলের অনুগতদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভি...

জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে চায় খেলাফত মজলিস

আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে দাবি করেছে খেলাফত মজলিস। খেলাফ...

রোজা কবে থেকে শুরু, যা জানাল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালে রমজান মাস শুরুর সম্ভাবনা ১৯ ফেব্রুয়ারি থেকে। সে...

দিনমজুরকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মোহাম্মদ জাফর (১৮) নামে এক কিশোর দিনমজুরকে চুরির অভি...

রোজা কবে থেকে শুরু, যা জানাল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালে রমজান মাস শুরুর সম্ভাবনা ১৯ ফেব্রুয়ারি থেকে। সে...

জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে চায় খেলাফত মজলিস

আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে দাবি করেছে খেলাফত মজলিস। খেলাফ...

প্রশাসনে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে : রিজভী

ধর্মভিত্তিক একটি দলের অনুগতদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভি...

শাপলা নয় এনসিপিকে বালতি-বেগুনসহ ৫০ প্রতীকের অপশন

শাপলা প্রতীক নয় বরং বেগুন, বালতিসহ ৫০টি প্রতীক থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা