কিশোরগঞ্জে বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) বিকেলে বৃষ্টির সাথে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। কিশোরগঞ্জের ভৈরবের সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬৫), একই উপজেলার শ্রীনগরের ফয়সাল মিয়া(২৮) এবং কুলিয়ারচর উপজেলার হাজারী নগরের কবির হোসেন (২৫) নামে এ তিন জনের মৃত্যু হয়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উম্মে হাবিবা তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও হোসেনপুর উপজেলায় আব্দুল বাক্কার (৬৫) নামের আরেক কৃষক আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সাননিউজ/ইউকে