সিরাজগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

উল্লাপাড়ায় দৃষ্টি প্রতিবন্ধীর বসতবাড়ির জায়গা দখল,বাড়িঘর ভাংচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোরপূর্বকভাবে এক দৃষ্টি প্রতিবন্ধীর বসতবাড়ির জমি দখল নিয়ে বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।

গত ২৩ এপ্রিল বুধবার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের নূর মোহাম্মাদ শান্তা গংদের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তোভোগী দৃষ্টি প্রতিবন্ধী আল-আমিন হোসেন।

স্থানীয়সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার বেতবাড়ি গ্রামে ১১ শতক বসতবাড়ির মালিকানা নিয়ে একই গ্রামের নূর মোহাম্মাদ শান্তা গংদের সাথে একই গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আল-আমিন গংদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই বসতবাড়ি জায়গার উপরে আল-আমিন হোসেন ঘর তুলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। ওই বসত বাড়ির জায়গা নিয়ে গ্রামের গণ্যামান্য ব্যক্তিবর্গ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু ওই শালিস বৈঠকের রায় কোন পক্ষেই মানেননি। ওই জমির বিরোধকে কেন্দ্র করে মাঝে মধ্যেই নূর মোহাম্মদ শান্তা গংরা বিভিন্ন সময় দৃষ্টি প্রতিবন্ধী আল-আমিন পরিবারের উপর হুমকি ধামকি ও নির্যাতন করে আসছিল। এ বিষয়ে থানায় অভিযোও দিয়েছিল আল আমিন। এছাড়াও বসতবাড়ির ওই জমি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। মামলাকে উপেক্ষা করেই এর মধ্যেই চলতি বছরের গত ২৩ এপ্রিল হামলা চালিয়ে প্রতিবন্ধী আল আমিন বাড়িঘর, আসবাপত্র ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

সরজমিনে গতকাল শনিবার বেতবাড়ি গ্রামে গিয়ে দেখা যায়, বসতবাড়ির ভাংচুরকৃত টিনের চালা বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। এছাড়াও টিনের বাক্স, ভাঙ্গা টিউবওয়েলসহ অন্যন্যা আসবাপত্র পড়ে রয়েছে পাশের খালের কিনারায়।

এ বিষয়ে ভুক্তোভোগী দৃষ্টি প্রতিবন্ধী আল আমিন হোসেনের ভাই হাসান আলী বলেন, ওয়ারিশ সূত্রে তাঁরা বেতবাড়ী মৌজা ১১ শতক জমির মালিক। পূর্বপুরুষ থেকে এই জমি তাঁরা ভোগদখল করে আসছেন। কিন্তু এলাকার প্রভাবশীলী নূর মোহাম্মদ শান্তা গংসহ কতিপয় ব্যক্তি ওই জমি দখলে নেওয়ার পাঁয়তারা করছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে তারা সম্পত্তির মালিকানা দাবি করছেন। এ বিষয় নিয়ে তাদের সাথে অনেক দিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা-মোকদ্দমা চলছে। এর জের ধরে গত ২৩ এপ্রিল বিকাল ৩টার দিকে নূর মোহাম্মদ শান্তা, আব্দুর রশিদ, হোসেন আলী,রনি,হাসি খাতুন, লিপি খাতুনসহ আরো কয়েকজন ঢাল, লাঠিসোঁটা, ফালা,শাবল,বাটাম ধারালো অস্ত্র নিয়ে আল আমিনের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের বেড়া কেটে ফেলে লুটপাট চালায়। বাড়িঘর ভেঙে তছনছ করে।

এ বিষয়ে দৃষ্টি প্রতিবন্ধী আল আমিন হোসেন জানান, এর আগে গত ১৬ এপ্রিল নূর মোহাম্মাদ শান্তার ছেলে হোসেন আলী বাড়ির উপরে এসে তাঁদের এখান থেকে বাড়িঘর সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ও হামলা চালানোর হুমকি দিয়ে যায়। এ ঘটনার পর উল্লাপাড়া মডেল থানায় অভিযোগ করা হলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। পরে ২৩ এপ্রিল হামলা করে বাড়িঘর ভাংচুর করে তারা।

অভিযোগের বিষয়ে নূর মোহাম্মাদ শান্তার ছেলে হোসেন আলী বলেন, এ বিষয়ে গ্রামে অনেকবার শালিস বৈঠক হয়েছে । এমনকি আদালতে মামলাও করা হয়েছে। ওই জমি আমাদের নামে রেকর্ড করা হয়েছে।ওই জমির আসল মালিক আমরা আমাদের কাছে সকল কাগজপত্র আছে। তাঁরা কোনো বাড়িঘরে হামলা ও ভাংচুর চালাননি।

উল্লাপাড়া মডেল থানার এস আই মো: আনোয়ার হোসেন বলেন, বসতবাড়ির ওই জমি নিয়ে আল আমিন গং ও নূর মোহাম্মাদ শান্তা গংদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এ বিষয়ে অনেকবার শালিস বৈঠক হয়েছিল কিন্তু তারা কোন পক্ষেই মানেননি। এছাড়াও ওই জমি নিয়ে আদালতে মামলা করেছেন তারা। বাড়িঘর ভাংচুরের ঘটনা সত্যে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালিন সময়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শ...

পুনর্গঠন হচ্ছে নির্বাচন কমিশন

জুলাই অভ্যুত্থানের পর সব জায়গায় সংস্কারের দাবি ওঠার পর সরকার বেশ কিছু সংস্কার...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

শিবগঞ্জে রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ এলাকাবাসীর

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি হতে বিনোদপু...

সাঁওতাল কৃষক বিদ্রোহ দিবসে দিনাজপুরে শপথ ও শ্রদ্ধাঞ্জলি

সোমবার (৩০ জুন) দিনাজপুরের লোকভবন টাউন হল প্রাঙ্গণে ঐতিহাসিক সাঁওতাল কৃষক বিদ...

পদ্মা-যমুনায় ইলিশের আকাল, জেলেরা ফিরছে খালি হাতে

দেশ-বিদেশে সুখ্যাতি থাকলেও গোয়ালন্দের যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলের জালে দে...

বগুড়ায় পেটে লাথি মেরে বাচ্চা মেরে ফেলার অভিযোগ

বগুড়ায় যৌতুকের দাবিতে এক গর্ভবতী গৃহবধুকে নির্যাতন সহ পেটে লাথি মেরে বাচ্চা...

মুরাদনগরকাণ্ড, মামলা তুলে নিতে চান ভুক্তভোগী

বর্তমানে সোশ্যাল মিডিয়ার কল্যাণে চাঞ্চল্যকর কোন কিছু ভাইরাল হতে সময় লাগে না।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা