কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে ফেরার সময় চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শনিবার (১০ মে) সকালে সদর উপজেলার বকচর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান। আটককৃতদের মধ্যে একজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। বাকীরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবি অধিনায়ক মনির উজ জামান বলেন, আটক ওই ১০ বাংলাদেশি, ৩-৪ মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান কাজের সন্ধানে। কাজ শেষে তারা শনিবার সকালে বকচর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় তাদের আটক করে ওই সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা।
বিজিবি অধিনায়ক বলেন, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ের মামলা দায়ের করা হয়। পরে পুলিশের কাছে সোপর্দ করা হয় ওই ১০ বাংলাদেশিকে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, বিজিবি’র দেয়া মামলায় ওই ১০ বাংলাদেশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমের তাদের কারাগারে পাঠানো হবে।
সাননিউজ/ইউকে