ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রকৃতি দেখতে চীনা যুবক বাংলাদেশে, অতঃপর বিয়ে

ভোলা প্রতিনিধি

বিশ্ব এখন গ্রামের মতো- গ্রামের এক পাড়া অন্য পাড়ার সঙ্গে যেমন খেলাধুলা, বিয়ে এখন স্বাভাবিক ঘটনা। তেমনি বিশ্ব গ্রামের ক্ষেত্রেও বিষয়গুলো প্রতিনিয়ত প্রচলিত হয়ে যাচ্ছে। প্রেমের টানে বিদেশ থেকে বাংলাদেশে আসার কথা নতুন নয়। তবে এবার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ভোলায়। অনলাইন বন্ধুর আমন্ত্রণে বাংলাদেশে এসে ওই বন্ধুর বোনের প্রেমে পড়েছেন এক চীনা যুবক। পরে দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে হয় তাদের।

ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শরীফ খাঁ বাজার এলাকার বাদশা চেয়ারম্যান বাড়িতে চীনা ওই যুবকের সঙ্গে বাংলাদেশি মেয়ের বিয়ে হয়। ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পরলে পুরো জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দূরদূরান্ত থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষেরা চীনা জামাইকে এক নজর দেখতে ছুটে আসছেন ওই বাড়িতে।

জানা যায়, ভোলার মো. রনি নামে এক যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউচ্যাটে পরিচয় হয় ইরিছা চং ওরফে মাওয়েন হুয়া নামে ওই চীনা যুবকের। রনির কাছে বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের কথা শুনে ঘুরতে আসেন তিনি। ঢাকায় ঘোরা শেষে ভোলায় রনিদের বাড়িতে আসেন। কয়েক দিন থাকার পর বন্ধুর বোনকে দেখে তার প্রেমে পড়েন ওই চীনা যুবক। পরে উভয় পরিবারের সম্মতিতে ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে প্রতিদিনই ওই বাড়িতে চীনা জামাইকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

মো. রনি জানান, ইরিছা চং ওরফে মাওয়েন হুয়া চীনের লুনজু শহরে মুসলিম পরিবারের সন্তান। তার বাবার নাম মেছউধা। তিনি ওই শহরের শহরের একটি মাদরাসায় পড়াশোনা করেন। প্রায় দুই বছর আগে ইউচ্যাট নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় ইরিছার। দীর্ঘদিন তিনি তার কাছে বাংলাদেশের বিষয়ে জানতে চান। বাংলাদেশের অপরূপ সৌন্দর্য তুলে ধরেন তিনি। এক সময় ইরিছা বাংলাদেশে ঘুরতে আসতে আগ্রহী হন। রনি তাকে ঘোরার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও জানান, গত ১১ এপ্রিল চীন থেকে ঢাকায় আসেন ইরিছা। ঢাকায় কয়েকদিন ঘোরার পরে তাকে তাদের গ্রামের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ করলে রাজি হন ইরিছাও। পরে তাকে নিয়ে ১৬ এপ্রিল ভোলায় গ্রামের বাড়িতে আসেন।

রনি জানান, তাদের বাড়িতে কয়েক দিন থাকার পর তার ছোট বোন নাবিয়া আক্তারকে ভালো লাগে ইরিছার। নাবিয়াকে বিয়ে করার জন্য পরিবারকে প্রস্তাব দেন। পরে উভয় পরিবারের সম্মতিতে গত ৪ মে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের। আগামী ১৫-২০ দিন পর তার বোনকে নিয়ে চীন ফিরে যাবেন ইরিছা। রনিও সঙ্গে যাবেন বলে জানান।

চীনা যুবক ইরিছা চং ওরফে মাওয়েন হুয়া জানন, তিনি বাংলাদেশে ঘুরতে এসেছিলেন। পরে বন্ধু রনির সঙ্গে তার গ্রামের বাড়িতে এসেছেন। তার কাছে গ্রামের পরিবেশ অনেক পছন্দ হয়েছে। এরপর নাবিয়াকে তার ভালো লাগতে শুরু করে। একপর্যায়ে তিনি নাবিয়ার প্রেমে পড়েন। প্রথমে নাবিয়ার পরিবার বিয়েতে রাজি ছিল না। পরে দুই পরিবারই রাজি হয়েছে। এরপর ১০ লাখ টাকা কাবিনে বিয়ে হয়।

ইরিছা বলেন, ‘আমি আশা করছি স্ত্রী নাবিয়াকে সারাজীবন সুখে রাখতে পারবো। যতদিন বাঁচবো নাবিয়াকে নিয়েই বাঁচবো।’

নাবিয়া আক্তার বলেন, ‘ইরিছা আমাকে পছন্দের বিষয়ে রনি ভাইয়ের কাছে বলেছেন। পরে রনি ভাই মা-বাবার কাছে বলেন। প্রথমে সবাই রাজি ছিল না। পরে তারা ইরিছার খোঁজখবর নেন। ইরিছা কী সত্যি মুসলিম কিনা সে ব্যাপারেও নিশ্চিত হন তারা। এরপর ইরিছার মা-বাবা ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আমার পরিবার। একপর্যায়ে উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবার ইরিছাকে ভালো ছেলে মনে করে বিয়ে দিয়েছে। আমিও খুশি ইরিছাকে বিয়ে করতে পেরে। এই কয়দিনে আমিও নিশ্চিত হয়েছি সে আসলেই একজন ভালো ছেলে।

নাবিয়া জানান, তিনি এইচএসসি পাশ করার পর অনার্সে ভর্তির জন্য প্রস্তুতি নিয়েছেন। এখন যেহেতু বিদেশি ছেলের সঙ্গে বিয়ে হয়েছে তাই সুযোগ হলে চীনে গিয়ে পড়াশুনা চালিয়ে যাবেন।

নাবিয়ার চাচাতো ভাই মো. জুয়েল ও মো. রায়হান জানান, তারা চীনা দুলাভাই পেয়ে অনেক খুশি। এতদিন অন্যান্য জেলায় বিদেশি জামাইয়ের কথা শুনেছেন। এখন তারাই পেয়েছেন বিদেশি দুলাভাই।

তারা আরো জানান, বোনের বিয়েতে তারা অনেক আনন্দ করেছেন। নাচ-গানও করেছেন। কিন্তু দুলাভাই বাংলা বুঝেন না। এছাড়াও তাদের বাড়িতে প্রতিদিনই শত শত লোকজন জড়ো হন বিদেশি দুলাভাইকে একনজর দেখতে।

ওই বাড়িতে ঘুরতে আসা মো. ফিরোজ মিয়া ও আনোয়ার হোসেন জানান, তারা ভোলা শহর থেকে এসেছেন চীনা জামাইকে এক নজর দেখতে। তাদের জন্য দোয়াও করেছেন।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তাহলে সৎ রাজনীতি আর সততার কী মূল্যায়ন: আইভী

গ্রেপ্তারের আগে ক্ষোভ প্রকাশ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা...

ইপসা-র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমানের পিএইচডি ডিগ্রী অর্জন

স্বায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-র প্রতি...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (৮ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

টিসিবি পন্যের অনিয়ম রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

টিসিবি পন্যের কালোবাজারি, ওজনে কারচুপি ও অনিয়ম রোধে টিসিবি কর্তৃপক্ষ ও জাতীয়...

১২৫ যুদ্ধবিমান দিয়ে ভারতে পাল্টা হামলা পাকিস্তানের

মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিন্দুর’ নামে ভারত যে সামরিক অভিযান চ...

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে উপদেষ্টা মাহফুজ আলমের ‘কয়েকটি কথা’

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত থেকে প্রধান উপদেষ্ট...

কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার নীরব লক্ষণগুলো; বুঝবেন যেভাবে

কিডনি আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অত...

খেলায় ওড়না বা হিজাব পরার সুযোগ নেই: তাসনুভা তিশা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট ট...

প্রকৃতি দেখতে চীনা যুবক বাংলাদেশে, অতঃপর বিয়ে

বিশ্ব এখন গ্রামের মতো- গ্রামের এক পাড়া অন্য পাড়ার সঙ্গে যেমন খেলাধুলা, বিয়ে এ...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শুক্রবার (৯ মে) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্দা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা