বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) নীলফামারী সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের তত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ। দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। অভিযানকালে সরকারি আদেশ অমান্য করায় সাজ্জাদ ইসলাম ও হোসেন আলী নামে দুই যুবকের এক হাজার করে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম জানান, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কাগজ-পত্র পরীক্ষা নিরিক্ষাসহ মোটরযান সংক্রান্ত বিভিন্ন দাফতরিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। তিনি বলেন, সকাল থেকে ছদ্মবেশে অনুসন্ধান চালিয়ে বিআরটিএ কার্যালয়ে আগত সেবা গ্রহীতাদের ব্যাঘাত সৃষ্টি করায় দুজনের কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাৎক্ষনিকভাবে তারা জরিমানার টাকা পরিশোধ করেন।
সাননিউজ/ইউকে