জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক স্থানে ১০ যানবাহনের সংঘর্ষের ঘটনায় নিহত ১ ও অন্তত আহত ১৫ জন।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত
রোববার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফরহাদ হোসেন (৪০)। তিনি ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা ও এক বাসের চালক ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকে মহাসড়কে প্রচণ্ড কুয়াশা ছিল। কুয়াশায় সামান্য দূরত্বের কিছু দেখা যাচ্ছিল না। এতে এক্সপ্রেসওয়ের ষোলঘর থেকে হাসাড়া পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কে মাওয়ামুখী লেনে কয়েকটি যানবাহনের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস, ট্রাক, প্রাইভেটকার, পিকআপ, কার্ভার্ডভ্যানসহ ১০টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০-১৫ জন আহত হয়েছেন।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            