কিশোরগঞ্জ প্রতিনিধি: সাদপন্থীদের টঙ্গী ইজতেমা ময়দানে মধ্যরাতে পরিকল্পিত নৃশংস হামলা ও তাবলীগের সাথী আমিনুল ইসলাম বাচ্চু সহ সকল শাহাদাত বরণকারীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: টঙ্গীতে তুলার গোডাউনে আগুন
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি ঐতিহাসিক শহীদি মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মারকাজ মসজিদে গিয়ে শেষ হয়। পরে নিহত শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। সাদ পন্থীদের হামলায় নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আমিনুল ইসলাম বাচ্চুকে জেলা মারকাজ গোরস্থানে দাফন করা হয়। এ সময় নিহতের বড় ছেলে শাহরিয়ার আলম পিতার জন্য দোয়া চান। সমাবেশ স্থলে উপস্থিত তৌহিদী জনতা এ সময় কান্নায় ভেঙে পড়েন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, আল জামিয়াতুল ইমদাদীয়ার পরিচালক শিব্বির আহমেদ রাশিদ, ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব শফিকুর রহমান জালালাবাদী, বড়বাজার মসজিদের ইমাম শোয়াইব বিন আব্দুর রউফ, কিশোরগঞ্জ জেলা জামাতের আমির অধ্যাপক মোঃ রমজান আলী, ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার সহ কয়েক হাজার আলেম উলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা।
বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে সাদ পন্থীদের দ্রæত গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
সান নিউজ/এএন
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            