জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা সদর উপজেলার ধলেশ্বরী নদীতে সাতার শিখতে গিয়ে রাফসা নামের ১ শিশু নিখোঁজ হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার বাবা মহিদুর রহমানও নিখোঁজ হন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় সদর উপজেলার বারাহিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আগুনে পুড়লো ২ দোকান
বর্তমানে নিখোঁজ বাবা ও মেয়েকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, ব্যবসায়ী মহিদুর রহমান ও তার ৯ বছরের শিশু কন্যা রাফসাকে সাতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। এরপর তার পেটে ২টি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকে রাফসা তলিয়ে যায়। এর পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।
আরও পড়ুন: বাসচাপায় নিহত ১
তিনি বরেন, খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের মোট ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত তাদের কোনো ধরনের সন্ধান পাওয়া যায়নি।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            