জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার দেবহাটায় বজ্রপাতে আবুল কাশেম (৪০) নামের ১ মৎস্যচাষির মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামে ঘটে এই ঘটনা।
আরও পড়ুন: দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
নিহত ব্যক্তি,সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত বাবুর আলীর ছেলে।
স্থানীয় রমজান আলী জানান, সোমবার দুপুরে আমি খালে মাছ ধরছিলাম। তখন কাশেম ঘেরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে ঐ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর ধোয়ার মতো উড়তে দেখে এ ঘটনা আশপাশের লোকজনকে বলি।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিসুজ্জামান বলেন, বজ্রপাতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সান নিউজ/এমএইচ