জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে গরু পাচারকালে ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৮ আগস্ট) সকালে উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় করে ৩ টি গরু পাচারকালে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আরও পড়ুন: আগুনে গোয়ালঘর পুড়ে ছাই
আটক ভারতীয় ব্যক্তিরা হলো, মুর্শিদাবাদ এলাকার রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল হলদারের ছেলে রনি মহালদার (১৭), মৃত রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ছেলে আসলাম শেখ (১৮) ও মেনাউলের ছেলে ওলিল মহালদার (১৮)।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান বলেন, রোববার ভারতের কয়েকজন চোরাকারবারি চরাঞ্চলে পদ্মা নদী হয়ে নৌকায় ৩টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় আমাদের বিজিবি সদস্যারা তাদেরকে আটক করেন। এর পরে তাদের সাথে থাকা ২টি ধারালো অস্ত্র জব্দ করা হয়।
আরও পড়ুন: ৪ বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত
এ সময় আটককৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। এরপর বিএসএফকে একটি প্রতিবাদলিপি দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
সান নিউজ/এমএইচ
 
                                     
                                 
                                         
                     
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        
                         
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                     
                             
                             
                     
                         
                                 
                                 
                                 
                                 
             
                     
                             
                             
                     
                            